নয়াদিল্লি: প্রয়াত বিশিষ্ট প্রবীণ আইনজীবী তথা সাংসদ রাম জেঠমালানি। রবিবার ভোরে দিল্লিতে নিজের বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত ২ সপ্তাহে তিনি চিকিৎসাধীন ছিলেন। ২০১৬ সাল থেকে আরজেডি-র রাজ্যসভার সাংসদ ছিলেন জেঠমালানি। এর আগে, প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জমানায় তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় আইনমন্ত্রী ও নগরোন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পরে, ২০০৪ সালে বাজপেয়ীর বিরুদ্ধেই লখনউ কেন্দ্র থেকে তিনি লোকসভা ভোটে প্রার্থী হন। তবে, ২০১০ সালে তিনি বিজেপিতে ফিরে আসেন এবং রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হন।
একটা সময়ে জেঠমালানি সুপ্রিম কোর্টের সবচেয়ে বেশি ফি নেওয়া আইনজীবী ছিলেন। তিনি বার কাউন্সিলের চেয়ারম্যানও ছিলেন। দীর্ঘ ৭৮ বছরের পেশাদারী জীবনে তিনি প্রচুর হাই-প্রোফাইল মামলা লড়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল-- ইন্দিরা গাঁধী হত্যাকারীদের আত্মপক্ষ সমর্থনে এবং পরে, ২০১১ সালে মাদ্রাজ হাইকোর্টে রাজীব গাঁধীর হত্যাকারীদের হয়ে সওয়াল করার ঘটনা।
এর পাশাপাশি, ১৯৫৯ সালে বিখ্যাত কে এম নানাবতী বনাম মহারাষ্ট্র মামলায় দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া, ২০১১ সালে টু-জি স্পেকট্রাম মামলা, হাওয়ালা কেলেঙ্কারিতে লালকৃষ্ণ আডবাণীর হয়ে সওয়াল করা বা অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে অরুণ জেটলির দায়ের করা মানহানি মামলাতেও তিনি সওয়াল করেছিলেন।
প্রয়াত বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম জেঠমালানি
Web Desk, ABP Ananda
Updated at:
08 Sep 2019 09:49 AM (IST)
একটা সময়ে তিনি সুপ্রিম কোর্টের সবচেয়ে বেশি ফি নেওয়া আইনজীবী ছিলেন। তিনি বার কাউন্সিলের চেয়ারম্যানও ছিলেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -