দুবাই: এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে প্রথম ম্যাচে হেরে বসেছে ভারত। সেই সঙ্গে জটিল হয়ে গিয়েছে ফাইনালে ওঠার অঙ্ক।


এশিয়া কাপের সুপার ফোর থেকে দুটি দল ফাইনালে যাবে। চার দলই একটি করে ম্যাচ খেলেছে। একটি ম্যাচ জিতে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। তাদের নেট রান রেট ০.৫৮৯। দুইয়ে পাকিস্তান। যারা আগের ম্যাচে ভারতকে হারিয়েছে। বাবর আজমদের পয়েন্ট সমান হলেও নেট রান রেট ০.১২৬। তিনে ভারত। কোনও পয়েন্ট না থাকলেও রোহিত শর্মাদের নেট রান রেট আফগানিস্তানের চেয়ে একটু ভাল। - ০.১২৬। চার নম্বরে রয়েছে আফগানিস্তান। নেট রান রেট - ০.৫৮৯।


কোন অঙ্কে ফাইনালে যেতে পারে ভারত


ভারতের পরের দুটো ম্যাচ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে। আগামীকাল, বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ রয়েছে রোহিত শর্মাদের। তারপর বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোর পর্বের শেষ ম্যাচ ভারতের। দুটো ম্যাচই ভারতকে জিততে হবে। যদি ভারত দুটো ম্যাচই জেতে তবে আফগানিস্তান ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা হেরে বসে আছে। সেক্ষেত্রে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে দুটি দল ফাইনালে যাবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ। সেই ম্যাচে যারা জিতবে, ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে।


কতটা গুরুত্বপূর্ণ নেট রান রেট


এই মুহূর্তে ভারতকে ২টো ম্যাচ হারাতেই হবে প্রতিপক্ষকে। অন্য়দিকে পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায় তবে দাসুন শানাকারাও ছিটকে যাবেন টুর্নামেন্ট থেকে। কিন্তু যদি শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচ জিতে যায়, তবে এখানে নেট রান রেটের অঙ্ক চলে আসবে। সেক্ষেত্রে ভারতকে তাঁদের আগামী ২টি ম্যাচ বিশাল ব্যবধানে জিততে হবে। তবেই তারা ফাইনালে পৌঁছতে পারবে।


রিজওয়ানকে নিয়ে উদ্বেগ


ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ম্যাচ জিতেও স্বস্তিতে নেই পাকিস্তান (Ind vs Pak)। চোটের জন্য দলের সবচেয়ে ছন্দে থাকা ক্রিকেটারের এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে খেলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।


ভারতের বিরুদ্ধে জিতেও মারাত্মক চাপে বাবর আজমরা। চোট-আতঙ্ক যেন তাঁদের পিছু ছাড়ছে না। ভারতের বিরুদ্ধে খেলা শেষ হওয়ার পরেই হাসপাতালে নিয়ে যেতে হল দলের ওপেনার মহম্মদ রিজওয়ানকে। যিনি এদিন ম্যাচ জেতানো দুরন্ত ইনিংস খেলেছেন।


ভারতের ইনিংস চলার সময়ে উইকেটের পিছনে দাঁড়িয়েই চোট পেয়েছিলেন রিজওয়ান। ভারতের প্রথম ইনিংস চলার সময়ে মহম্মদ হাসনাইনের একটি বাউন্সার ধরতে গিয়ে চোট পান রিজওয়ান। লাফিয়ে উঠে মাটিতে পড়ার সময় তাঁর ডান পায়ে চোট লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাতে থাকেন রিজওয়ান। ছুটে আসেন দলের ফিজিয়ো। বেশ কিছুক্ষণ রিজওয়ানের চোট পরীক্ষা করে দেখেন তিনি। প্রাথমিক চিকিৎসার পরে রিজওয়ান ফের খেলতে শুরু করেন। কিন্তু তাঁকে দেখে স্পষ্ট মনে হচ্ছিল, দৌড়তে সমস্যা হচ্ছে তাঁর। তবে সেই চোট নিয়েই তিনি অসাধারণ ব্যাট করেন। ৭১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। কিন্তু ম্যাচ শেষ হতেই চোটের স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।


আরও পড়ুন: কোহলির ছন্দে ফেরার প্রার্থনা করেছে গোটা পাকিস্তান, বলছেন 'মারো মুঝে মারো' খ্যাত মোমিন