নয়াদিল্লি:সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির মধ্যে কোনওরকম তুলনা টানতে নারাজ যুবরাজ সিংহ। ভারতীয় দলের এই বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, নিঃসন্দেহে বিরাট এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান। কিন্তু মাস্টার-ব্লাস্টারের সমকক্ষ হতে তাঁকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।
যুবি বলেছেন, এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান বিরাট ও দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। তাঁর আশা বিরাটও সচিনের মতোই ভারতের সেরা  খেলোয়াড় হয়ে উঠবেন।
১০০ টি শতরানের যে কীর্তি সচিন গড়েছেন তা ভাঙাটা এখনও অনেকটাই ধরাছোঁয়ার বাইরে বলেও মনে করেন যুবরাজ। ভারতের টেস্ট দলের অধিনায়কের সচিনের এই নজির ভাঙতে পারবেন কিনা, এই প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন ২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট।
যুবি বলেছেন, সচিন মহান খেলোয়াড় এবং ভারতের একজন সেরা দূত। তাঁর সঙ্গে তুলনায় আসতে বিরাটকে এখনও অনেকটা পথ পেরোতে হবে।
উল্লেখ্য, চোটের কারণে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন যুবরাজ। গোড়ালির সেই চোট সারিয়ে এখনও পর্যন্ত আইপিএলে কোনও ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার সানরাইজার্স হায়দরাবাদ দলে রয়েছেন তিনি। চোট সারিয়ে আজ হায়দরাবাদে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। যুবি জানিয়েছেন, এই ম্যাচ খেলার ব্যাপারে তিনি আশাবাদী।
যুবি আরও জানিয়েছেন, যতদিন তিনি খেলবেন, ততদিন সুযোগ পেলে তিনি তিন ফর্ম্যাটেই খেলতে চাইবেন।