নয়াদিল্লি: ২০১৫-এর আইএসএল ফাইনালে চেন্নাইয়ান এফসির সঙ্গে ঝামেলায় জড়ানোর জেরে শাস্তি এফসি গোয়ার৷ টুর্নামেন্টের আচরণবিধি লঙ্ঘনের জন্য গোয়ার ১১ কোটি টাকা জরিমানা করেছে আইএসএলের রেগুলেটরি কমিটি৷ শুধু তাই নয়, আগামী মরসুমে ১৫ পয়েন্ট কাটা যাবে গোয়া ফ্র্যাঞ্চাইজির৷ কড়া নিষেধাজ্ঞা ক্লাবকর্তাদের উপরও৷ তিনটি মরসুমের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে দলের মালিক দত্তরাজ সালগাওকরের উপর৷ আইএসএলের আগামী ২ টি মরসুমের জন্য নিষেধাজ্ঞা শ্রীনিবাস ডেম্পোর উপরও৷
গত বছরের ডিসেম্বরে আইএসএল ফাইনাল শেষে দু’দল চেন্নাইয়ান আর গোয়ার ফুটবলার এবং কর্তাদের মধ্যে গণ্ডগোলের জল গড়ায় থানা-পুলিশ-আদালত পর্যন্ত। এর পর টুর্নামেন্টের রেগুলেটরি কমিটির সভায় দু’পক্ষের বক্তব্য শুনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে ছিলেন গুজরাত হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি ডিএ মেটা এবং বিএন মেটা, মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন ডিজি ডি শিবানন্দন, ক্রীড়া আইন বিশেষজ্ঞ বিধুসম্পত সিংহানিয়া এবং প্রাক্তন জাতীয় ক্রিকেটার কিরণ মোরে। গত ফেব্রুয়ারি থেকে দু’পক্ষের বক্তব্য শোনা চলছিল কমিশনের তরফে শুনানিতে। যেখানে এফসি গোয়াকে মোকাবিলা করতে হয়েছে তিন প্রতিপক্ষ— এফএসডিএল, চেন্নাইয়ান এফসি এবং সেই দলের ফুটবলার এলানো ব্লুমারের যাবতীয় অভিযোগের। সব পক্ষের বক্তব্য শোনার পর গত তিন দিন নিজেদের মধ্যে আলোচনা করে আজ ভারতীয় ফুটবলের বিরলতম শাস্তির সিদ্ধান্ত জানায় কমিটি।
আইএসএল: ১১ কোটি টাকা জরিমানা এফসি গোয়ার, কাটা হল ১৫ পয়েন্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 May 2016 02:05 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -