করাচি: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিপাকে পড়ে গেল পাকিস্তান। স্বয়ং আইসিসি সিইও ডেভ রিচার্ডসন জানিয়ে দিলেন, ভারতকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাধ্য করা যাবে না। একইসঙ্গে ভারতের প্রতি আইসিসি-র পক্ষপাতিত্বের অভিযোগও উড়িয়ে দিয়েছেন রিচার্ডসন।
বিশ্ব একাদশের পাকিস্তান সফর উপলক্ষে লাহৌরে গিয়েছেন আইসিসি সিইও। সেখানেই ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ভারত যদি পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি না থাকে, তাহলে আমরা বাধ্য করতে পারি না। আইসিসি চায় সব সদস্য দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক। সদস্য দেশগুলি একে অপরের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ুক, এটাও চায় না আইসিসি। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ সবসময় দু’দেশের ক্রিকেট বোর্ডের চুক্তির ভিত্তিতে হয়। তাই আমরা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ দেখতে চাইলেও, এই দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা রয়েছে। যে কোনও দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্কের উপর ক্রিকেট খেলা নির্ভর করে। এ বিষয়ে আইসিসি নিরপেক্ষ অবস্থান নিচ্ছে।’
বিশ্ব একাদশের সফরের মধ্যে দিয়ে পাকিস্তানে সাড়ে আট বছর পরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। তবে এই বিশ্ব একাদশে কোনও ভারতীয় নেই। এ বিষয়ে আফশোসের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিও। তবে রিচার্ডসন বলেছেন, পিসিবি-র সঙ্গে কথা বলে বিশ্ব একাদশের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ঠিক করেন, এই সফরের সংবেদনশীলতার কথা মাথায় রেখে কোনও ভারতীয় ক্রিকেটারকে ডাকা হবে না। এই দলে কোনও ভারতীয় ক্রিকেটার থাকলে সবার নজর সেদিকে থাকত। ফলে নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়ে যেত। তাই ভারতীয়দের দলে নেওয়া হয়নি।
ভারতকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাধ্য করা যাবে না, জানিয়ে দিল আইসিসি
Web Desk, ABP Ananda
Updated at:
14 Sep 2017 11:24 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -