কেপ টাউন:দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ল ভারত। ওয়ান ডের পর টি২০ সিরিজেও জয় টিম ইন্ডিয়ার। কেপটাউনে শেষ ম্যাচে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতল ভারত। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেট হারিয়ে ভারত করে ১৭২ রান। সুরেশ রায়না ২৭ বলে করেন ৪৩ এবং শিখর ধবনে ৪০ বলে ৪৭ রান। এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রয়োজনীয় গতিতে রান তুলতে পারছিল না। ভারতীয় বোলারদের দাপটে আস্কিং রেট বাড়তে থাকে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ডুমিনি ৫৫ করেন। ম্। শেষদিকে অভিষেক ম্যাচ খেলতে নামা ক্রিস্টেন জঙ্কারের ইনিংস খেলা জমিয়ে দেয়। তাঁর ২৪ বলে ৪৯ রানে ভর করে টার্গেটের খুব কাছে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অবশেষে ৬ উইকেটে ১৬৫ রানে থামতে হয় তাদের। ৭ রানে জেতে ভারত। ফলে ২-১ সিরিজ জিতে নিল ভারত। ম্যাচের সেরা সুরেশ রায়না। সিরিজ সেরা হন ভুবনেশ্বর কুমার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক টি-২০ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭২ রান করে ভারতীয় দল। ওপেনার শিখর ধবন ৪৭ ও সুরেশ রায়না ৪১ রান করেন। এছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। সিরিজ জিততে হলে ভারতের বোলারদের ভাল পারফরম্যান্স দেখাতে হবে।
আজ খেলছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পিঠে ব্যথার জন্যই তিনি আজ দলের বাইরে। তাঁর বদলে দলে এসেছেন দীনেশ কার্তিক। বিরাটের বদলে এই ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টসে জেতেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জিঁ পল ডুমিনি। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। শুরুতেই ফিরে যান রোহিত (১১)। এরপর ধবন ও রায়নার জুটিতে ৬৫ রান যোগ হয়। এরপর আর বড় পার্টনারশিপ গড়তে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। জুনিয়র ডালা তিনটি এবং ক্রিস মরিস জোড়া উইকেট নেন।
এই ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল হয়। বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাটের বদলে দলে আসেন জসপ্রীত বুমরাহ। গত ম্যাচে খারাপ পারফরম্যান্সের জেরে বাদ পড়েন লেগস্পিনার যুজবেন্দ্র চাহল। তাঁর বদলে সুযোগ পান বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল।
ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল ও শার্দুল ঠাকুর।
দক্ষিণ আফ্রিকা দল- জিঁ পল ডুমিনি, রিজা হেন্ড্রিকস, ডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, ফারহান বেহারদিন, ক্রিশ্চিয়ান জঙ্কার, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, অ্যারন ফ্যাঙ্গিসো, ক্রিস মরিস, জুনিয়র ডালা ও তাবরাইজ শামসি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৭ রানে হার দক্ষিণ আফ্রিকার, টি ২০ সিরিজও জিতে নিল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
24 Feb 2018 09:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -