নয়াদিল্লি: বেঙ্গালুরুতে ইংল্যান্ডকে হারিয়ে গতকাল টি-২০ সিরিজ জিতেছে ভারত। ম্যাচের আগে বিরাট কোহলির নেতৃত্বে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে সংবর্ধনা দিল ভারতীয় দল। দীর্ঘদিন ধরে ভারতীয় দলকে অনুপ্রেরণাদায়ক নেতৃত্বের জন্য ক্যাপ্টেন কুলকে এই সংবর্ধনা। কারুকার্যখচিত একটি কাঠের তৈরি স্মারক তুলে দেওয়া হল তাঁর হাতে। কাঠের সেই স্মারকে রয়েছে চারটি ‘রূপোলি তারা’। জানা গেছে, ধোনির অধিনায়কত্বে ভারতীয় দলের চারটি উল্লেখযোগ্য সাফল্যের সূচক ওই চারটি ‘রূপোলি তারা’। এগুলি হল, ২০০৭-এ টি-২০ বিশ্বকাপ জয়, ২০০৯-এ আইসিসি-র টেস্ট ক্রম তালিকায় ভারতের প্রথম স্থানে উঠে আসা, ২০১১-তে একদিনের বিশ্বকাপ দয় এবং ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। দলের খেলোয়াড়রা ছাড়াও সাপোর্ট স্টাফ ও মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদও ওই ঘরোয়া সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন। বিসিসিআই ওই অনুষ্ঠানের ছবি ট্যুইট করেছে। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরুর আগে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান মাহি।