মুম্বই: গত দেড় বছর ধরে টিম ইন্ডিয়ার জয়ের ধারা অব্যাহত। ঘরের মাঠে দুরন্ত সাফল্যের পর বিরাট কোহলি অ্যান্ড কোং বিদেশের মাটিতেও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে প্রথম দুটি ম্যাচে হোঁচট খেলেও তৃতীয় টেস্ট থেকেই জয়ের পথে ফিরেছে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজ ও টি ২০ সিরিজ জিতে নিয়েছে ভারত। এই সাফল্যে দলের প্রত্যেকেরই অবদান রয়েছে। তবে অধিনায়ক বিরাট কোহলি নেতা ও ব্যাটসম্যান হিসেবে একেবারে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা সফরে সমস্ত ফর্ম্যাটে ৭৯.১৮ গড়ে ৮৭১ রান করেছেন কোহলি। রয়েছে চারটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। কোহলির বরাবরই প্রশংসা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আরও একবার সৌরভ কোহলির নেতৃত্বের গুণের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। দলের পরিকল্পনায় মহেন্দ্র সিংহ ধোনিকে সামিল করায় কোহলির কৌশলকে সাধুবাদ জানিয়েছেন সৌরভ।
ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ধোনির জন্য। কোহলি যা করেছে, তা প্রত্যেকের কাছে শিক্ষণীয় ব্যাপার। কোনও একজন প্রাক্তন অধিনায়কের পাশে এভাবে কোনও দলকে পাশে থাকতে দেখা যায় না। এ রকম অনেকবারই হয়েছে, যখন প্রাক্তন অধিনায়কদের কোণঠাসা করে দেওয়া হয়েছে। কিন্তু এজন্য কোহলি আমার কাছে একজন চমত্কার নেতা। ও একটা দল তৈরি করেছে, একটা দল গড়ে তুলেছে, সবাইকে সঙ্গে নিয়েই। ধোনি, রোহিত শর্মা, শিখর ধবন ও হার্দিক পান্ড্যদের প্রতি ওর আস্থাটা দেখার মতো বিষয়। তাই আমি বলি যে, টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে কোহলির কাছে আমার প্রচুর প্রত্যাশা রয়েছে।
টিম ইন্ডিয়ার সামনে এখন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে সাফল্যের চ্যালেঞ্জ। এ ব্যাপারে সৌরভ বলেছেন, আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফরে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রয়েছে এই দলটার। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের ক্ষমতা রয়েছে টিম কোহলির।