অধিনায়ক হিসেবে আরও একটি নজিরের সামনে বিরাট
Web Desk, ABP Ananda | 20 Aug 2019 11:03 PM (IST)
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূরণ করেছেন বিরাট।
নর্থ সাউন্ড (অ্যান্টিগা): আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যেই বহু নজির গড়ে ফেলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়কের দায়িত্ব তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারেনি। অধিনায়ক হওয়ার পরেও ধারাবাহিকভাবে রান করে চলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে আরও একটি নজিরের সামনে ভারতের অধিনায়ক। তিনি অধিনায়ক হিসেবে টেস্টে রিকি পন্টিংয়ের ১৯টি শতরানের রেকর্ড স্পর্শ করা থেকে আর একটিমাত্র শতরান দূরে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ ১০৯টি টেস্টে ২৫টি শতরান করে এই তালিকার শীর্ষে। তাঁর ১৭টি শতরানই বিদেশের মাঠে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূরণ করেছেন বিরাট। তিনি পন্টিংকে টপকে এক দশকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে এক দশকে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান করেছেন বিরাট। দিল্লি ক্রিকেট সংস্থা ফিরোজ শাহ কোটলার একটি স্ট্যান্ড ভারতের অধিনায়কের নামে করার সিদ্ধান্ত নিয়েছে।