লন্ডন: চলতি অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের বাউন্সারে আহত হন তিনি। সেই চোটের কারণেই তৃতীয় টেস্টে খেলতে পারবেন না। ফলে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া।
এবারের অ্যাশেজে দুর্দান্ত ফর্মে স্মিথ। এজবাস্টনে প্রথম টেস্টে দুই ইনিংসেই শতরান করার পর লর্ডসেও প্রথম ইনিংসে ৯২ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন স্টিভ স্মিথ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার অনুশীলনের সময় মাঠের বাইরে বসেছিলেন তিনি। কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, হেডিংলিতে খেলতে পারবেন না স্মিথ।’
অস্ট্রেলিয়া শিবির সূত্রে খবর, দলের চিকিৎসক রিচার্ড শ এদিন স্মিথের সঙ্গে কথা বলেন। তিনিই জানিয়ে দেন, তৃতীয় টেস্টে খেলতে পারবেন না স্মিথ। তাঁর সঙ্গে কথা বলেন ল্যাঙ্গার ও সহ-অধিনায়ক প্যাট কামিন্স।
চোটের জন্য খেলতে পারবেন না স্মিথ, তৃতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার কাছে বড় ধাক্কা
Web Desk, ABP Ananda
Updated at:
20 Aug 2019 08:51 PM (IST)
এবারের অ্যাশেজে দুর্দান্ত ফর্মে স্মিথ। এজবাস্টনে প্রথম টেস্টে দুই ইনিংসেই শতরান করার পর লর্ডসেও প্রথম ইনিংসে ৯২ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -