মুম্বই: আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। ৫ বার এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে তাঁর মুম্বই ইন্ডিয়ান্স। স্বভাবতই বিরাট কোহলির পরবর্তী অধিনায়ক যে তিনিই হবেন, তা নিয়ে কোনও প্রশ্নই ওঠার ছিল না কোনওদিন। শুধু একটা বিষয় ছাড়া, তা হল বয়স। বিরাটের থেকেও বয়সে বড় রোহিত। ফলে কেরিয়ারের শেষের দিকে এসে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। তবে প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর মনে করেন যে, একবারে সঠিক মানুষের হাতেই জাতীয় দলের নেতৃত্বের ব্য়াটন দেওয়া হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমার মনে হয় একেবারে সঠিক মানুষের হাতেই নেতৃত্বভার গিয়েছে। আমি জানি না রোহিত শর্মা কতদিন অধিনায়কত্ব করবে দেশের হয়ে, কিন্তু এটুকু বলতে পারি বিরাটের থেকেও ভাল অধিনায়ক হওয়ার ক্ষমতা রয়েছে ওঁর মধ্যে। অন্তত শুরুটা দেখে এমনটা বলাই যায়। একের পর এক যেভাবে সব সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করছে, তা কিন্তু খুবই প্রশংসনীয়।''
কোহলি এই মুহূর্তে দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ৬৮ টি ম্য়াচের মধ্যে ৪০টি ম্যাচেই জয় পেয়েছে। জয়ের শতকরা হার ৫৯%। অন্যদিকে পূর্ণাঙ্গ অধিনায়ক হওয়ার পর একের পর এক সিরিজ জিতেই চলেছে রোহিত। আর প্রত্যেকটিই হোয়াইটওয়াশ করছেন প্রতিপক্ষকে। যার নবতম সংযোজন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে রোহিত ব্রিগেড প্রতিপক্ষকে। এর আগে সীমিত ওভারের ফর্ম্যাটেও তাই হয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে তিন দিনের মধ্যেই টেস্ট গুটিয়ে নিল রোহিত-বাহিনী। হোয়াইট ওয়াশ শ্রীলঙ্কাকে। ২-০ ফলাফলে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে লঙ্কা-বাহিনীকে গুটিয়ে দিয়ে ২৩৮ রানে বিশাল জয় ছিনিয়ে নিল ভারত। প্রসঙ্গত, এই সিরিজের প্রথম টেস্টও তিন দিনের মাথায় জিতে নিয়েছিল ভারত। আর এর সাথে সাথ টেস্ট অধিনায়কত্ব জয় দিয়ে শুরু হল রোহিতের। এছাড়াও এই সিরিজটি বিরাট কোহলির শততম টেস্টের সিরিজ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। প্রথম ম্যাচে মোহালিতে শততম টেস্ট খেলেন কোহলি। যদিও এই স্টার ব্যাটার ৪৫, ২৩ ও ১৩ রান করেন- তিন ইনিংসে।