লন্ডন: ৩ জুলাই থেকে শুরু হচ্ছে উইম্বলডন। তার আগেই ঘাসের কোর্টে কুইন্স টেনিস (Queens Tennis) টুর্নামেন্ট জিতে শুরুটা দারুণভাবে করলেন তরুণ স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনায়ুরকে ৬-৪, ৬-৪ স্কোরলাইনে স্ট্রেট সেটে পরাজিত করেন আলকারাজ। মাসের শুরুতেই ফরাসি ওপেন জিতে নোভাক জকোভিচ এটিপি ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছিলেন। তবে লন্ডনে এই খেতাব জিতেই ফের একবার ব়্যাঙ্কিংয়ের বিচারে বিশ্বের এক নম্বর পুরুষ সিঙ্গেলস টেনিস তারকা হয়ে গেলেন আলকারাজ। 


তরুণ আলকারাজের উত্থানের শুরুটা কিন্তু যুক্তরাষ্ট্র ওপেনের হার্ডকোর্ট থেকেই। ফরাসি ওপেনের ক্লে কোর্টেও নিজের দাপট দেখিয়েছেন তিনি। তবে ঘাসের কোর্টে এর আগে পর্যন্ত বলার মতো আলকারাজের তেমন কোনও পারফরম্যান্সই ছিল না। তবে ২০ বছর বয়সি আলকারাজ ঘাসের কোর্টে নিজের তৃতীয় টুর্নামেন্টে নেমেই খেতাব জিতে নিলেন।


ফরাসি ওপেন খেতাব জিতে ফের একবার সর্বকালের সফলতম পুরুষ সিঙ্গেলস খেলোয়াড় হয়ে গিয়েছেন জকোভিচ। উইম্বলডনের আগে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেও, অল ইংল্যান্ড ক্লাবে কিন্তু ফেভারিট হিসাবে সার্বিয়ান তারকাই কোর্টে নামবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উইম্বলডনে ২০১৮ সাল থেকে অপরাজিত তিনি। তাই জকোভিচের ফেভারিটের তকমায় কারুরই কিন্তু খুব বেশি অবাক হওয়ার কথা নয়। তবে দানিল মেদভেদেভের অনুপস্থিতিতে আলকারাজ কিন্তু তাঁকে বেশ বেগ দিতে পারেন।


উইম্বলডনের আগে এই টুর্নামেন্ট জয় এবং এক নম্বর ব়্যাঙ্কিং ফিরে পাওয়াটা কিন্তু তাঁর মনোবল বাড়াবে বলেই মনে করছেন আলকারাজ। তিনি বলেন, 'খুব বেশি কিছু বদল হয়নি। নোভাক উইম্বলডনে খেলবেন। সপ্তাহের শুরুতে যেমন ছিলাম, তার থেকে বর্তমানে আমি অনেক বেশি খুশি। এটা বোঝা খুব একটা কষ্টকর নয়। উইম্বলডনের আগে শীর্ষস্থান দখল করাটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়াবে। বড় টুর্নামেন্টের আগে বাড়তি অনুপ্ররণা দেবে। এইটুকুই যা। তাছাড়া আর তেমন কিছু বদলাবে না।' ফরাসি ওপেনে জকোভিচের কাছেই সেমিফাইনালে হেরে আলকারাজের স্ল্যাম জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। ঘাসের কোর্টে সেই হারের হতাশা পিছনে ফেলে আলকারাজ প্রথম উইম্বলডন খেতাব জিততে পারেন কি না, সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?