ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দশকের সেরা টেস্ট দলের ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার অ্যালেস্টার কুক ও অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে তিন নম্বর ও স্টিভ স্মিথকে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে দলে রাখা হয়েছে। পাঁচ নম্বর স্থানটি রাখা হয়েছে কোহলির জন্য।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা একাদশ গত দশ বছরের পাঁচ দিনের ফরম্যাটে যে ক্রিকেটাররা নজরকাড়া পারফর্ম করেছেন, তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে। শুধু ব্যাটিংয়ে দাপট নয়, ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম সম্মানীয় চরিত্র হিসেবে উত্থানের জন্য কোহলির ভূয়সী প্রশংসা করেছে।
যে দল বেছে নেওয়া হয়েছে, তাতে ছয় নম্বরে ব্যাট করবেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স।তিনি এই দলের উইকেটরক্ষকও।
সাত নম্বরের জন্য ভাবা হয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে। বোলিং বিভাগে রাখা হয়েছে প্রোটিয়া বোলার ডেল স্টেইন ও ইংল্যান্ডের পেস আক্রমণের জোড়া ফলা স্টুয়ার্ট ব্রড ও জেমস আন্ডারসনকে।একমাত্র স্পিনার হিসেবে বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার নাথন লায়নকে।
কোহলি ছাড়া এই দলে অন্য কোনও ভারতীয় ক্রিকেটার নেই।
ক্রিকেট অস্ট্রেলিয়া এই দশকের সেরা একদিনের দলও বেছে নিয়েছে। বিশ্বকাপের পর থেকে আর মাঠে দেখা যায়নি ধোনিকে। প্রায় পাঁচ মাস নীল জার্সিতে কোনও ম্যাচ খেলেননি তিনি। ক্রিকেট থেকে তাঁর এই বিরতি সত্ত্বেও চলতি দশকে যে সাফল্য অর্জন করেছেন, তা কখনও ভোলার নয়। গত এক দশকে ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন ধোনি। ক্রিকেটের বর্তমান সময়ের অন্যতম আইকন হয়ে উঠেছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের এই দশকের সেরা একদিনের দলের অধিনায়ক হিসেবে ধোনিকেই বেছে নিয়েছে। আর তাদের দশকের সেরা একদিনের দলে ধোনি ছাড়াও রয়েছেন ভারতীয় ক্রিকেটার হিসেবে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
ধোনির প্রশংসা করে ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর ব্যাটিং দক্ষতার পাশাপাশি নেতৃত্বদানের ক্ষমতার ভূয়সী প্রশংসা করেছে। ফিনিসার ধোনির অধিনায়ক হিসেবে ২০১১-র বিশ্বকাপ জয়ের প্রসঙ্গও উল্লেখ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ধোনির ব্যাটিং গড় ৫০-এর বেশি। ৪৯ ইনিংসে অপরাজিত থেকেছেন তিনি। চলতি দশকে ২৮ বার রান তাড়া করতে ব্যাট হাতে নেমে অপরাজিত থেকেছেন তিনি। এরমধ্যে ভারত হেরেছে মাত্র তিনবার। স্ট্যাম্পের পিছনে তাঁর দক্ষতারও প্রশংসা করা হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার একদিনের দলে ওপেনার হিসেবে রাখা হয়েছে রোহিত ও দক্ষিণ আফ্রিকার হাসিম আমলাকে। চার নম্বরে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দশকের সেরা একদিনের দল: রোহিত শর্মা, হাসিম আমলা, বিরাট কোহলি, এবি ডিবিলিয়ার্স, শাকিব আল হাসান, জস বাটলার, এম এস ধোনি, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্কা, রশিদ খান