বার্মিংহাম: ‘মাখন লাগানো’ হাত, বল তো ফস্কে যাবেই! এজবাস্টনে ভারতের কাছে বাংলাদেশের হারের পর এমনই কটূক্তি জুটেছে তামিম ইকবালের। বাংলাদেশি ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় টাইগারদের হারের কারণ হিসেবে সবথেকে বেশি যে কারণটা তুলে ধরেছে তা হল, মুস্তাফিজুরের বলে ডিপ স্কোয়ার লেগে তামিমের হাত থেকে রোহিতের ক্যাচ ফস্কে যাওয়া! ৯ রানে রোহিত ফিরলে মঙ্গলবারের ম্যাচের ছবিটা নিশ্চিতভাবে অন্যরকম হত, সেকথা বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় বোদ্ধারাও মানছেন। কমেন্ট্রি চলাকালীন সৌরভ গাঙ্গুলিও বলছিলেন, রোহিতের ক্যাচ ফেললে ভুগতে হবে। হলও তাই। ৯২ বলে ১০৪ রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচের চালক আসনে বসিয়ে দিয়েছেন রোহিতই। তারপর সাকিব আল হাসান, মহম্মদ সাইফুদ্দিনরা লড়াই করেও জয় ছিনিয়ে আনতে পারেননি। বাংলাদেশের একাধিক গণমাধ্যমও রোহিতের ক্যাচ মিস কে বাংলাদেশের হারের অন্যতম কারণ হিসেবে ব্যাখ্যা করেছে। এই পরিস্থিতিতে কার্যত তামিম ইকবালের পাশেই দাঁড়ালেন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। রোহিতের ক্যাচ মিস নিঃসন্দেহে হতাশজনক, তবে খেলায় এমনটা হয়েই থাকে, মত বাংলাদেশ অধিনায়কের।


অন্যদিকে ‘জীবনদান’ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন রোহিত শর্মা। ম্যাচ শেষে সেকথা সংবাদমাধ্যমকে জানিয়েওছেন তিনি। রোহিতের কথায়, “আমি ভাগ্যবান ছিলাম। তবে ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয়। আমি যখন ব্যাট করি তখন ছোট বাউন্ডারির কথা ভাবি না। সেট হয়ে গেলেই বোলারদের ওপর চাপ বাড়াও, এটাই আমি ভাবি।” একই সঙ্গে, চলতি বিশ্বকাপে চতুর্থ শতরান ও ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর স্বাভাবিকভাবেই আনন্দিত দেখাচ্ছে ভারতীয় দলের সহ অধিনায়ককে।