নয়াদিল্লি: উইকেটের মধ্যে সবচেয়ে দ্রুত ছুটে রান নেন, তাঁদের মধ্যে অন্যতম মহেন্দ্র সিংহ ধোনি। আর এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের অনুশীলন চলাকালে সেই গতিই কাজে এল। আসলে এক অনুরাগী নিরাপত্তা বেষ্টনী টপকে ঢুকে পড়লেন মাঠের মধ্যে। আর তা দেখে মজার মুডে চলে গেলেন সিএকে-র অধিনায়ক। সহজে ধরা দিতে চাইলেন না। এঁকেবেঁকে ছুটতে শুরু করলেন। অনুরাগীও পিছনে দৌড়লেন। একটা সময় ধোনি লক্ষ্মীপতি বালাজির পিছনেও লুকোলেন।ততক্ষণে চলে আসেন এক নিরাপত্তা কর্মী। শেষপর্যন্ত অনুরাগীর আর্জি মেনে করমর্দন করলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে নাগপুরেও এমনই ঘটনা ঘটেছিল। এক অনুরাগী মাঠে ঢুকে পড়েছিলেন। ইনিংস বিরতির পর ভারতীয় দল যখন মাঠে নামছিল ভারতীয় দল তখন এই ঘটনা ঘটে।