মুম্বই: শরীরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর ক্যানসার, চিকিৎসাও চলছে। আর রোগযন্ত্রণা ও উপশমের চেষ্টার মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন সোনালি বেন্দ্রে। এবার সপরিবারে এক রেস্তোঁরায় মধ্যাহ্নভোজ সারলেন তিনি, সঙ্গে ছিলেন হৃতিক রোশন, তাঁর বিবাহবিচ্ছিন্ন স্ত্রী সুজান ও দুই পুত্র।

রবিবার টুইটারে সোনালি পোস্ট করেছেন তাঁদের বাইরে খেতে যাওয়ার ছবিটি। ছবিতে আলো ঝলমলে সোনালি যেমন রয়েছেন, তেমনই আছেন তাঁর স্বামী গোল্ডি বহেল, ছেলে রণবীর, হৃতিক, সুজান ও তাঁদের দুই ছেলে হৃধান ও রেহান।




সোনালি বলেছেন, গত ৭ দিনে বিয়ের নেমন্তন্নবাড়ি থেকে হাসপাতাল ঘুরে আসা- সবই সামলেছেন তিনি। তারই ফাঁকে প্রিয়জনদের নিয়ে এই মধ্যাহ্নভোজ, জীবনের নানা দিক। এ সবই এখন তাঁর রোজকার ঘটনা।




জুলাইয়ে ক্যানসার ধরা পড়ে সোনালির। দীর্ঘদিন নিউ ইয়র্কে থেকে চিকিৎসা করিয়েছেন তিনি। এখন ফিরে এসেছেন দেশে।