দেহরাদুন: ভারতের বিরুদ্ধে গত বছর অভিষেক টেস্টে হেরে গেলেও, দ্বিতীয় টেস্টেই আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান। জয়ের নায়ক ব্যাটসম্যান রহমত শাহ ও লেগস্পিনার রশিদ খান। রহমত দুই ইনিংসে যথাক্রমে ৯৮ ও ৭৬ রান করেন। রশিদ প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ১৭২ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ৫৪ রানে অপরাজিত থাকেন ১১ নম্বরে ব্যাট করতে নামা টিম মার্তাঘ। না হলে আইরিশদের ইনিংসের হাল আরও করুণ হত। প্রথম ইনিংসে আফগানিস্তান করে ৩১৪ রান। রহমতের ৯৮ ছাড়াও হাসমাতুল্লাহ শাহিদি ৬১ এবং অধিনায়ক আসগর আফগান ৬৭ রান করেন।
দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড করে ২৮৮ রান। সর্বোচ্চ ৮২ রান করেন অ্যান্ড্রু বলবির্নি। কেভিন ও’ব্রায়েন করেন ৫৬ রান। জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ১৪৭ রান। দ্বিতীয় উইকেটে ইসানুল্লাহ জানাত (৬৫ অপরাজিত) ও রহমতের ১৩৯ রানের পার্টনারশিপ জয় এনে দেয়।
আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে প্রথম টেস্ট জয় আফগানিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Mar 2019 03:18 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -