হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর শতরানের পর মহম্মদ নবি ও সন্দীপ শর্মার অসাধারণ বোলিংয়ের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১১৮ রানে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ওয়ার্নারদের ২ উইকেটে ২৩১ রানের জবাবে ১১৩ রানে অলআউট হয়ে গেল বিরাট কোহলির দল। ৩৫ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল ব্যাঙ্গালোরের। সেই সময় আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হয়ে যাওয়ার নিজেদের রেকর্ডই ভাঙার আশঙ্কায় ছিলেন বিরাটরা। তবে কলিন ডে গ্র্যান্ডহোম (৩৭) ও বাংলার তরুণ ক্রিকেটার প্রয়াস রায়বর্মনের (১৯) জুটি দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয়।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হন। চলতি আইপিএল-এ স্বপ্নের ফর্মে থাকা ওয়ার্নার এদিন অসাধারণ শতরান করেন। ৫৫ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ওয়ার্নারের পাশাপাশি বেয়ারস্টোও শতরান করেন। তিনি ৫৬ বলে ১১৪ রান করে আউট হন।
২৩২ রানের টার্গেট তাড়া করে জেতা ব্যাঙ্গালোরের পক্ষে অত্যন্ত কঠিন ছিল। শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে কাজটা আরও কঠিন করে ফেলেন তাঁরা। পার্থিব পটেল (১১), গ্র্যান্ডহোম, প্রয়াস ও উমেশ যাদব (১৪) ছাড়া আর কোনও ব্যাটসম্যান দু’অঙ্কের রান পাননি। নবি মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। সন্দীপ ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন।
বেয়ারস্টো, ওয়ার্নারের শতরান, মহম্মদ নবির ৪ উইকেট, ব্যাঙ্গালোরকে ১১৮ রানে হারাল হায়দরাবাদ
Web Desk, ABP Ananda
Updated at:
31 Mar 2019 05:46 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -