নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে কেরলের ওয়াইনাদে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ বাম শিবির। কংগ্রেসকে আক্রমণ করে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ‘কেরলের ২০টি লোকসভা আসনের মধ্যে একটিতে লড়াই করছেন রাহুল গাঁধী। তাঁকে আলাদা করে দেখার প্রয়োজন নেই। আমরা তাঁর বিরুদ্ধে লড়াই করব। যে কেন্দ্রে বিজেপি লড়াই করছে, সেখানে তাঁর প্রার্থী হওয়া উচিত ছিল। কিন্তু তিনি বামেদের বিরুদ্ধে লড়াই করছেন।’


সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটও কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, ‘কেরলে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে প্রধান শক্তি এলডিএফ। তাই কংগ্রেসের এই সিদ্ধান্ত জাতীয় স্তরে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতির বিপরীত। বামেদের বিরুদ্ধে রাহুল গাঁধীর মতো একজন প্রার্থীকে বেছে নেওয়ার অর্থ হল, কেরলে বামেদের বিরুদ্ধে লড়াই করতে চাইছে কংগ্রেস। আমরা এর বিরোধিতা করছি। আমরা ওয়াইনাদে রাহুল গাঁধীকে হারানোর চেষ্টা করব।’

আজ সাংবাদিক বৈঠকে প্রবীণ কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের অমেঠি ছাড়াও ওয়াইনাদ থেকে লড়াই করবেন রাহুল। এই কেন্দ্রটি বেছে নেওয়ার কারণ হিসেবে অ্যান্টনি জানিয়েছেন, কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের সীমান্ত হওয়ায় এখানে রাহুল প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কংগ্রেসের এই সিদ্ধান্তে বামেরা একেবারেই খুশি নন।