বিজয়ের পর বিরাটের শতরান, ইংল্যান্ডের রান টপকে গেল ভারত
Web Desk, ABP Ananda | 10 Dec 2016 03:03 PM (IST)
মুম্বই: সকাল দেখে সবসময় বোঝা যায় না দিনটা কেমন হতে চলেছে। শনিবাসরীয় ওয়াংখেড়ে সেটাই প্রমাণ করে দিল। দিনের দ্বিতীয় বলেই চেতেশ্বর পূজারা গতকালের ৪৭ রানের সঙ্গে কোনও রান যোগ না করেই ফিরে যাওয়ার পর ভারতকে চাপে ফেলবে বলে আশা করেছিল ইংল্যান্ড। কিন্তু ভারতের ওপেনার মুরলী বিজয় (১৩৬) ও বিরাট কোহলির (১৪৭ অপরাজিত) দাপটে পাল্টা চাপে পড়ে গেল ইংল্যান্ড। টেস্টে ১৫-তম শতরান করলেন বিরাট। তৃতীয় দিনের শেষে ভারতের রান ৭ উইকেটে ৪৫১। বিরাটের সঙ্গে ক্রিজে আছেন জয়ন্ত যাদব (৩০)। ইংল্যান্ডের রান টপকে গিয়ে ৫১ রানের লিড নিয়েছে ভারত। চতুর্থ দিন ভারতের লিড নিশ্চিতভাবেই আরও বাড়বে। ফলে ওয়াংখেড়েতে শেষ দুটি টেস্টে ইংল্যান্ডের কাছে হারের বদলা নিয়েই সিরিজ পকেটে পুরে ফেলার স্বপ্ন দেখতেই পারে ভারত। এর আগে গতকালের ১ উইকেটে ১৪৬ রান হাতে নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। শুরুতেই পূজারা ফিরে গেলেও, বিরাট-বিজয় জুটিতে ১১৬ রান যোগ হয়। দলের ২৬২ রানের মাথায় ভারতের তৃতীয় উইকেটের পতন হয়। লাঞ্চের পরই আউট হন বিজয়। রশিদের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। বিজয় ফিরে যাওয়ার পর করুণ নায়ার (১৩), পার্থিব পটেল (১৫), রবিচন্দ্রন অশ্বিনরা (০) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। তবে জাডেজা ভালই ব্যাটিং করছিলেন। এই জুটিইর উপর ভরসা ছিল ভারতের। কিন্তু জাডেজাও বেশিদূর এগোতে পারলেন না। তিনি ২৫ রান করে আদিল রশিদের বলে জোস বাটলারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন। তবে জাডেজা ফিরে গেলেও ভারতের কোনও সমস্যা হয়নি। বিরাটের সঙ্গে জয়ন্তর জুটিও জমে গিয়েছে। এই জুটিতে এখনও পর্যন্ত ৮৭ রান যোগ হয়েছে। এদিন বিজয় ও বিরাট টেস্টে নতুন নজির গড়লেন। ভারতের তৃতীয় ওপেনার হিসেবে ওয়াংখেড়েতে টেস্ট সেঞ্চুরি করলেন বিজয়। তাঁর আগে সুনীল গাওস্কর ও বীরেন্দ্র সহবাগ ওয়াংখেড়েতে টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এদিন টেস্টে অষ্টম শতরান করলেন বিজয়। বিরাট আবার টেস্টে ৪,০০০ রান পূর্ণ করলেন। চলতি বছরে তিনি ১,০০০ এর বেশি রান করে ফেললেন। আরও পড়ুন, টেস্টে অধিনায়ক হিসেবে সচিনের রেকর্ড টপকালেন কোহলি