সলমন-শাহরুখের পর এবার এক মঞ্চে আমির ও শাহরুখ!
ABP Ananda, Web Desk | 10 Dec 2016 12:05 PM (IST)
মুম্বই: ১৭ তারিখ এক অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে শাহরুখ ও আমির খানকে। শাহরুখ অনুষ্ঠানের সঞ্চালনা করবেন, আমির গাইবেন তাঁর নতুন ছবি দঙ্গল-এর একটি গান। আমির বলেছেন, 'দঙ্গল'-এর একটি গান ওই অনুষ্ঠানের পক্ষে একেবারে যথাযথ বলে তাঁর মনে হয়েছে। তাই ওদিন গোটা গানটিই গাইবেন তিনি। বহুদিন পর এক মঞ্চে দেখা যাবে আমির ও শাহরুখকে। এর আগে একটি সংবাদ চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে এক মঞ্চে আসেন আমির ও শাহরুখ। সলমন খানও তখন যোগ দেন তাঁদের সঙ্গে।