কলকাতা: কলকাতা ফুটবল লিগে (CFL 2023) ইস্টবেঙ্গলের (East Bengal) বিজয়রথ অব্যাহত। গত ম্যাচে ইস্টার্ন রেলকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। লাল হলুদের বিরুদ্ধে কার্যত উড়ে গেল উয়াড়ি এফসি (Wari FC)। ৫-০ গোলের বিরাট বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল। লাল হলুদের হয়ে জোড়া গোল করেন অভিষেক কুঞ্জম। প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধের ইস্টবেঙ্গলের ঝোড়ো ফুটবলের বিরুদ্ধে কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি উয়াড়ি।


ম্যাচের ৫৩ মিনিটে গুরনাজ সিংহের পাস থেকে লাল হলুদের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন দীপ সাহা। এক গোলে এগিয়ে গিয়ে ইস্টবেঙ্গল ম্যাচে জয় সুনিশ্চিত করার জন্য ঝাঁপায়। উয়াড়ির রক্ষণকে নিরন্তর চাপে ফেলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। শেষমেশ ৭০ মিনিটে বহু কাঙ্খিত দ্বিতীয় গোলটি পেয়ে যায় লাল হলুদ। তন্ময় দাস লাল হলুদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যে উয়াড়ির ডিফেন্ডাররা ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিলেন, তার প্রমাণ এই গোল থেকেই মেলে।


এরপরের কয়েক মিনিটে নির্দিষ্ট ব্যবধানে একের পর এক গোল করে ম্যাচের স্কোরলাইন ৫-০ জিতে নেয় ইস্টবেঙ্গল। অভিষেক ম্যাচে নিজের প্রথম ও লাল হলুদের হয়ে তৃতীয় গোলটি করেন। আমনের গোলে ইস্টবেঙ্গল স্কোরলাইন ৪-০ করে। ম্যাচ শেষ হওয়ার আগে অভিষেকই ফের একবার উয়াড়ির জালে বল জড়িয়ে স্কোরলাইন ৫-০ করেন।


 






প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও শহরে এসে পড়েছেন। তিনি দলকে নিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন। আইএসএল জয়ী স্প্যানিশ কোচ কিন্তু প্রাক মরশুমে লাল হলুদ ফুটবলারদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। এই প্রসঙ্গে তিনি বলেন, 'অনুশীলন পর্বটা দুর্দান্ত চলছে। দলের খেলোয়াড়রা প্রচুর খাটা খাটনি করছে। কখনও কখনও অনুশীলনটা একটি বেশিই কঠোর হয়ে যাচ্ছে। তবে এটা কিন্তু খুব একটা মন্দ নয়।' 


বিমানবন্দরে সমর্থকদের স্বাগতে আপ্লুত কুয়াদ্রাত বলেন, 'লোকজন আমাদের যেভাবে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন, তা এককথায় অনবদ্য। তারপর থেকে এখনও পর্যন্ত সবকিছুই সঠিক দিকে এগচ্ছে। ম্যানেজমেন্ট হোক, সহকারী কোচ থেকে খেলোয়াড়, সকলের সঙ্গেই ভালভাবে কাজ হচ্ছে। তাই অনুভূতিটাও বেশ ভাল।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ইন্টার মায়ামি থেকে লোনে বার্সেলোনায় ফিরবেন মেসি?