থানে (মহারাষ্ট্র) : নির্মাণকাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ! গভীর রাতে ক্রেন ভেঙে পড়ে ১৭ জন কর্মীর মৃত্যু হল । মহারাষ্ট্রের থানের শাহপুরের ঘটনা। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন তিনি।


জাতীয় সড়ক, রেলের সেতু ও বহুতল নির্মাণে ব্যবহৃত ইস্পাতের বিম ও গার্ডার বহনের জন্য ব্যবহৃত ক্রেন নিয়ে কাজে ব্যস্ত ছিলেন কর্মীরা। সম্রুুদ্ধি এক্সপ্রেসওয়েতে সেই কাজ চলছিল। আচমকা ক্রেন ভেঙে পড়ে কর্মীদের উপর। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। তিন জখম কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। 


 






পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে শাহপুরের সরলাম্বে গ্রামে দুর্ঘটনাটি ঘটে। সম্র্ুদ্ধি এক্সপ্রেসের তৃতীয় দফার নির্মাণকাজে যুক্ত ছিলেন কর্মীরা। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজে হাত লাগান পুলিশকর্মী, দমকলকর্মী ও অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। 


এই দুর্ঘটনা প্রসঙ্গে ট্যুইটারে PMO থেকে লেখা হয়, 'মহারাষ্ট্রের শাহপুরে মর্মান্তিক দুর্ঘটনায় ব্যথিত। যাঁরা প্রাণ হারালেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। দুর্ঘটনায় জখমদের আরোগ্য কামনায় প্রার্থনা করি। দুর্ঘটনাস্থলে কাজ করছে NDRF ও স্থানীয় প্রশাসন। যাঁরা আক্রান্ত তাঁদের সহায়তায় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। PMNRF থেকে মৃতদের পরিবারকে  লক্ষ টাকা করে সাহায্য করা হবে। এবং আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।'



মহারাষ্ট্র সরকারের তরফেও সাহায্যের কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেন, 'মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। সুইৎজারল্যান্ডের একটি সংস্থা কাজ করছিল। ঘটনায় পুঙ্খনাপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে NDRF-এর দল। নির্দিষ্ট দফতরের আধিকারিক ও মন্ত্রীরা সেখানে উপস্থিত আছেন।'