কলকাতা: প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করেছিল তারা। রেনবো এসি-র সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। কলকাতা লিগের (CFL 2023) দ্বিতীয় ম্যাচে অবশেষে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল (East Bengal)। পশ্চিমবঙ্গ পুলিশকে (West Bengal Police) ৪-২ গোলে হারিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড (Red and Gold Brigade)।
যদিও ইস্টবেঙ্গলের জয় সহজসাধ্য ছিল না। ম্যাচের শুরু থেকে পশ্চিমবঙ্গ পুলিশ পাল্টা লড়াই করতে থাকে। তবে এগিয়ে যায় ইস্টবেঙ্গলই। ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে গোলটি লাল-হলুদের কেউ করেননি। ইস্টবেঙ্গল আক্রমণ তৈরি করেছিল। ফাঁকা গোলে শট নেওয়া হলেও, সেটা ক্লিয়ার করতে গিয়ে পুলিশের ফুটবলার তপেন্দু ঘোষের পায়ে লেগে বল গোলে ঢুকে যায়। আত্মঘাতী গোল খেয়ে পিছিয়ে যায় পশ্চিমবঙ্গ পুলিশ।
ম্যাচের ২৩ মিনিটে ডি-বক্সের ভিতর লাল-হলুদের বুনান্দোকে ফাউল করে পুলিশের প্লেয়ার। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি শট নেন সার্থক গলুই। কিন্তু পুলিশের কিপার তনবীর পেনাল্টি বাঁচিয়ে দেন। ফিরতি বলে গোল করেন সার্থক। ২-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
৩৩ মিনিটে ব্যবধান কমাল পুলিশের টিম। লাল-হলুদের ডিফেন্ডার শুভেন্দু মান্ডি বক্সের ভিতরে রতন মান্ডিকে ফাউল করে বসেন। রেফারি পেনাল্ট দেন। আর পেনাল্টি থেকে আত্মবিশ্বাসী গোল করেন সুব্রত বিশ্বাস। ২-১ করে ফেলে পুলিশ। প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।
বিরতির ঠিক পরেই ম্যাচের ৪৭ মিনিটে ২-২ করে ফেলে পশ্চিমবঙ্গ পুলিশ। অনুপম দত্তের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে এলে, ফিরতি বলে গোল করেন রাজীব দত্ত।
দলের ৬৮ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ৭০ মিনিটে দীপ সাহা পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি। ৩-২ করে ফেলে ইস্টবেঙ্গল।
৭৪ মিনিটে পশ্চিমবঙ্গের পুলিশের রক্ষণের ভুলে ৪-২ করে ফেলে লাল-হলুদ। সুব্রত বিশ্বাস এবং তনবীরের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। সুব্রত ব্যাক পাস করলেও তনবীর বুঝতে পারেননি। সেই বল তিনি সংগ্রহ করতে যাননি। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিষেক কুঞ্জম গোল করেন।
ইস্টবেঙ্গল - ৪ (তপেন্দু ঘোষ - আত্মঘাতী, সার্থক গোলুই, দীপ সাহা - পেনাল্টি, অভিষেক কুঞ্জুম)
বনাম
পশ্চিমবঙ্গ পুলিশ - ২ (সুব্রত বিশ্বাস - পেনাল্টি, রাজীব দত্ত)
ইস্টবেঙ্গল: মহম্মদ নিশাদ, সার্থক গোলুই, নিরঞ্জন মণ্ডল, শুভেন্দু মাণ্ডি, লিজো কে, দীপ সাহা, আমন সিকে, নশিব রহমান, কুশ ছেত্রী, বুনান্দো সিংহ, মহম্মদ নিয়াস।
পশ্চিমবঙ্গ পুলিশ: সৈয়দ আহসান তনবীর, তপেন্দু ঘোষ, সুব্রত বিশ্বাস, দীপঙ্কর দাস, উত্তম নস্কর, অনুপম দত্ত, মলয় কোরা, রতন মাণ্ডি, জয়দীপ বিশ্বাস, চিন্ময় তাঁতি, রাজীব দত্ত।
আরও পড়ুন: এশিয়ান গেমসে খেলা নিয়ে জটিলতা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্তিমাচ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন