নয়াদিল্লি: চিনের হাংঝাউতে এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল যাতে খেলতে পারে, সে ব্যাপারে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হস্তক্ষেপ চাইলেন সুনীল ছেত্রীদের কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)।
সরকারি নিয়মের ফাঁসে আটকে ভারতীয় দলের এশিয়ান গেমসে (Asian Games) অংশগ্রহণ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নিয়ম অনুসারে, সেরা ৮ দলের মধ্যে থাকলে তবেই এশিয়ান গেমসে দল পাঠানো যাবে। কিন্তু ভারতীয় ফুটবল দল (Indian Football Team) এখনও এশিয়ার সেরা আট দলের মধ্যে নেই। ফলে ২০১৮ সালের পর চলতি বছরেও এশিয়াডের মঞ্চে দেখা যাবে না ব্লু টাইগার্সকে।
এই পরিস্থিতিতে আসরে নামলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্তিমাচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে এশিয়াডে খেলার আবেদন করলেন সুনীল ছেত্রীদের হেড স্যার। সোমবার একটি ট্যুইট করেছেন স্তিমাচ। সেখানেই কেন্দ্রীয় সরকারের কাছে দলকে এশিয়াডে অংশগ্রহণ করতে দেওয়ার অনুমতি চেয়েছেন তিনি।
স্তিমাচ লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি, আমি জানি না কেউ আপনাকে এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণ নিয়ে জানিয়েছেন কি না। যেখানে বিশ্বের সবচেয়ে বড় খেলা ফুটবলে আমাদের ভারতের প্রতিনিধিত্ব করা নিয়ে বঞ্চনার শিকার হতে হচ্ছে।'
স্তিমাচ তাঁর বিবৃতিতে আরও লিখেছেন, '২০১৭ সালে ভারত অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করেছিল। নতুন প্রজন্মের ফুটবলার তুলে আনতে প্রচুর বিনিয়োগ করা হয়েছে। ভারতের ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণে আপনি সব সময় সমর্থন করছেন। এবং আমি নিশ্চিত আপনার এইরকম সমর্থন পেলে সেই দিনও বেশি দূরে নেই। জাতীয় দল হিসাবে আমরা গত ৪ মাসে ভীষণ পরিশ্রম করেছি। দারুণ কিছু ফলও পেয়েছি। সকলের থেকে সমর্থন পেলে আমরা যে আরও বড় কিছু অর্জন করতে পারি, সেই প্রমাণ আমরা দিয়েছি। সম্প্রতি ফ্রান্স সফরে আপনার ফুটবল ও এমবাপেকে নিয়ে বক্তৃতা ভারতীয় ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখা সকলকে ছুঁয়ে গিয়েছে।'
এরপরই স্তিমাচ বলেছেন, 'আপনাকে জানাতে চাই, ২০১৭ সালের আমাদের অনূর্ধ্ব ১৭ দল, যারা অনূর্ধ্ব ২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বেও দারুণ খেলেছিল, ভীষণ প্রতিভাবান। তারাই এশিয়ান গেমস খেলা থেকে বঞ্চিত হচ্ছে। এই দলের এশিয়ান গেমসে খেলার যোগ্যতা রয়েছে। যে যুক্তি দেওয়া হচ্ছে, তা অন্যায্য আর ভারতের হেড কোচ হিসাবে আমার মনে হয়েছে বিষয়টা আপনাকে জানানো উচিত। ক্রীড়ামন্ত্রক থেকে বলা হচ্ছে আমাদের ব়্যাঙ্কিংয়ের কথা কিন্তু অন্যান্য অনেক অংশগ্রহণকারী দলের চেয়ে আমাদের ব়্যাঙ্কিং ভাল। ইতিহাস এ-ও বলে যে, ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল সেরাদের বিরুদ্ধে ভাল খেলে।'
স্তিমাচের আবেদন, 'আমাদের খেলতে দেওয়ার জন্য আপনার হস্তক্ষেপ চাইছি। দেশের গর্ব আর পতাকার জন্য ছেলেরা লড়াই করবে। জয় হিন্দ।'
প্রধানমন্ত্রীর দফতর থেকে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: টানা ব্যর্থতার জের, আরসিবির দায়িত্ব থেকে ছাঁটাই বাঙ্গার-হেসন, বিরাটদের দায়িত্বে এবার কারা ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন