কলকাতা: তৃণমূলের সরকার পতনের ভবিষ্য়দ্বাণী নিয়ে রাজ্য বিজেপিতে কি ভিন্ন মত? সুকান্ত-শান্তনুর উল্টো পথে কি শুভেন্দু-দিলীপ? মূলত রাজ্যে ৩৫৫ ধারা চাইলেও ঘুরপথে ক্ষমতা দখল চান না শুভেন্দু। 'আমরা ভোটে জিতে ক্ষমতায় আসতে চাই। পিছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি শাসন করে ক্ষমতায় আসতে চাই না', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিকে অন্য সুর সুকান্তরও।


এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'দিলীপ ঘোষ যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত মত, দলের নয়।' এবার কথা হচ্ছে ঠিক কী বলেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি ? বাংলায় কি জারি হবে ৩৫৫ ধারা? প্রশ্ন উঠতেই এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।এদিন তিনি ঘোষ বলেন, 'সম্ভবত বিজেপি কোথাও ৩৫৫ ধারা জারি করেনি। মানুষের ভোটে নির্বাচিত সরকার ফেলে দেওয়াও গণতন্ত্র বিরোধী।' 


প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের হিংসার (Panchayat Election 2023) মাঝেই সবুজ আবিরে ঢেকেছে বাংলা। আর ঠিক এমন একটা সময়েই বিতর্কের ঝড়।এহেন পরিস্থিতিতে বিজেপির পঞ্চায়েত ভোটের ফল কি আদৌ আশানুরূপ? সংগঠনের জোরে ভোট করাতে পেরেছে পদ্মশিবির? সত্যিই কি বাংলায় ভোট বেড়েছে বিজেপির? উত্তরবঙ্গ, জঙ্গলমহলে বিজেপি পিছিয়ে গেল কেন? এসব নিয়েই এদিন কথা বলেন দিলীপ ঘোষ।


এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, '২০১৮-য় পুরো শক্তি দিয়ে লড়তে পারিনি। এবার বেশিরভাগ জায়গায় প্রার্থী দিতে পেরেছি। তৃণমূলও সেটাই দেখাতে চেয়েছিল, শেষ খেলা ওরা খেলতে চেয়েছিল।যেখানে তৃণমূল পারেনি, সেখানে সরকরি আধিকারিক ও বিডিও-রা করেছে। বহু জায়গায় জোর করে বিজেপিকে হারানো হয়েছে। বিজেপি জিতেছে, তৃণমূলকে সার্টিফিকেট দেওয়া হয়েছে।' 


প্রসঙ্গত, অপরদিকে, গতবছর 'ডিসেম্বর ডেডলাইন'-র কথা শোনা গিয়েছিল বঙ্গ বিজেপির (BJP) শীর্ষ নের্তৃত্ব সুকান্ত-শুভেন্দুদের মুখে। আর পঞ্চায়েত ভোটের পরে এবার ফের নয়া দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। অপরদিকে পঞ্চায়েত ভোটে 'বেলাগাম হিংসা' প্রসঙ্গে রাজ্যে ৩৫৫ ধারার দাবি নিয়ে বিতর্কের ঝড়। মূলত ওই ধারায় অন্তর্ভুক্ত করার ইস্যুতে নয়, বরং ওই ধারার জন্য পরিস্থিতি তৈরি করার মতো গুরুতর চক্রান্তের অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। তাও আবার রাজ্যের বিরোধী দলনেতা খোদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অভিযোগটা কী ?


আরও পড়ুন, 'ভোটে প্রাণহানির তালিকায় কংগ্রেস কর্মীরাও, রাহুল কি মমতার মুখোমুখি হবেন?' প্রশ্ন মালব্যর


একটি অডিও ক্লিপ শুনিয়ে এই গুরুতর অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। কুণালের দাবি, 'শুভেন্দু বলছেন, ৩৫৫ ধারা জারির জন্য পরিস্থিতি তৈরি করাতে হবে। এই অডিও থেকে প্রমাণিত যে চক্রান্ত করছেন শুভেন্দু। স্বতঃপ্রণোদিত মামলা করে শুভেন্দুকে গ্রেফতারির নির্দেশ দেওয়া উচিত আদালতের', দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।