সৌমিত্র রায়, কলকাতা: বর্তমানে রমরমিয়ে চলছে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। আর এই টুর্নামেন্টেই এবার ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগ উঠল। গোটা ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে আইএফএ। বিষয়টি তদন্ত করে দেখার জন্য কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনার বিনীত গোয়েলকে চিঠিও দিয়েছে আইএফএ (IFA)।


গড়াপেটার অভিযোগ


১৮ জুলাই চুঁচুড়ায় পিয়ারলেস স্পোর্টস ক্লাব (Peerless Sports Club) ও টালিগঞ্জ ( অগ্রগামীর (Tollygunge Agragami) ম্যাচ আয়োজিত হয়েছিল। টানটান ম্যাচে টালিগঞ্জকে এক গোলে পরাজিত করে পিয়ারলেস। ম্যাচের একেবারে শেষের দিকে, ৮৭ মিনিটে পিয়ারলেসের সাজন সাহানি গোল করে দলের জন্য কাঙ্খিত জয় এনে দেন। আর এই গোল নিয়ে যত সন্দেহ। এই গোল ঘিরেই উঠেছে তদন্তের দাবি, গড়াপেটার অভিযোগ। সেই সময় সাহানি ও গোলের মাঝে অনেক ডিফেন্ডার উপস্থিত থাকলেও, তাঁরা কেউই তাঁকে গোল করা থেকে রুখতে উদ্যত হননি। কার্যত বিনা বাধায় বল জালে জড়িয়ে দেন তিনি।


তাই ম্যাচের একেবারে শেষমুহূর্তে পিয়ারলেসের এই গোল অনেকেরই মনে সন্দেহ জাগছে। উঠছে অভিযোগও।  গোটা ঘটনায় ইতিমধ্যেই ম্যাচ গড়াপেটার অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নেমে পড়েছে 'অ্যান্টি ম্যাচ ফিক্সিং সংস্থা'। কলকাতা লিগের আয়োজক সংস্থা আইএফএ। তাদেরকেই তাই সন্দেহ হওয়ার প্রথম উক্ত সংস্থা চিঠি পাঠিয়ে উদ্বেগ প্রকাশ করে। এরপরই আইএফএ সচিব অনির্বাণ দত্ত পুলিশকে চিঠি লেখেন। নিজেদের মধ্যে আলোচনার পরেই আইএফএ-র তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আইএফএ কলকাতা পুলিশের অধীনে হওয়ায় তাঁদের কাছেই লিখিতভাবে তদন্তের দাবি জানানো হয়েছে। এই প্রথমবার কোনও রাজ্য ক্রীড়া সংস্থার তরফে গড়াপেটার তদন্তের জন্য পুলিশি সাহায্য চাওয়া হল। তবে ভারতীয় ফুটবলে গড়াপেটার অভিযোগ কিন্তু এই প্রথম নয়। এর আগেও এমন অভিযোগ উঠেছে। সিবিআই পর্যন্ত গড়িয়েছে তদন্ত। এখনও অবশ্য সেই মামলার নিষ্পত্তি হয়নি।


'ভারত গৌরব' রতন টাটা


ইস্টবেঙ্গলের (East Bengal) 'ভারত গৌরব' সম্মান দেওয়া হচ্ছে রতন টাটাকে। এবারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট (Life Time Achivement) পুরস্কার পাবেন তরুণ বসু। আগামী ১ অগাস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গলের ১০৪ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সেখানেই বিভিন্ন বিভাগে সম্মান তুলে দেওয়া হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কাল হল চোট, ফুটবল থেকে অবসর নিলেন বিশ্বজয়ী স্প্য়ানিয়ার্ড ডেভিড সিলভা