সুনীত হালদার হাওড়া : হাওড়া স্টেশন (Howrah Station) ওল্ড কমপ্লেক্স থেকে উঠে গেল প্রিপেড ট্যাক্সি বুথ (Prepaid Taxi Booking)। পরিবর্তে চালু হল অ্যাপ নির্ভর ট্যাক্সি বুকিং। রাজ্য সরকারের (West Bengal Government) এই নতুন অ্যাপের নাম যাত্রী সাথী(Jatri Sathi)। ট্যাক্সিচালক ও যাত্রীদের একটি বড় অংশ জানিয়েছে, নতুন এই পরিষেবার ফলে সুবিধা হবে তাদের।


কী নাম দেওয়া হয়েছে এই অ্যাপের ?
হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স লাগোয়া দুটি প্রিপেড ট্যাক্সি বুথ বন্ধ করে দেওয়া হয়েছে। তার পরিবর্তে হলুদ ট্যাক্সি বা অন্য ধরনের ট্যাক্সি বুকিংয়ের জন্য ওই বুথগুলি থেকে চালু হল অ্যাপের মাধ্যমে বুকিং। নতুন অ্যাপের নাম দেওয়া হয়েছে যাত্রী সাথী। রাজ্য সরকারের পরিবহণ দফতর চালু করেছে এই যাত্রী সাথী অ্যাপ।


নতুন পরিষেবা পেতে কী করতে হবে যাত্রীকে ?
১ এই নতুন পরিষেবা পেতে যাত্রীকে প্রথমে স্মার্টফোনে যাত্রীসাথী নামের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।


২ এরপর বুকিং করলে একটি ওটিপি নম্বর পাওয়া যাবে।


৩ সেই ওটিপি নম্বর ড্রাইভারকে দেখালে তবেই গাড়িতে ওঠা যাবে।


কোথায়-কোথায় পাবেন পরিষেবা


আপাতত এই ধরনের সিস্টেম চালু হয়েছে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, কলকাতা বিমানবন্দর, সাঁতরাগাছি স্টেশন ও কলকাতা স্টেশনে। এখন ওই বুথ থেকেই যাত্রীদের স্মার্টফোনে এই অ্যাপ ডাউনলোড করে দেওয়া হচ্ছে। যার ফলে আপাতত বুথের লাইন দীর্ঘ হচ্ছে। যাত্রীদের বুকিং পেতে বেশ কিছুটা সময় লাগছে। 


App Cab Services In Kolkata: স্মার্টফোন না থাকলে কী করবেন ?
যদি কোনও যাত্রীর স্মার্টফোন না থাকে তাহলে বুথ থেকেই ট্যাবের মাধ্যমে বুকিং করে দেওয়া হচ্ছে। সেখান থেকেই ওটিপি নম্বর ড্রাইভারকে দিয়ে যাত্রীদের ট্যাক্সিতে তুলে দেওয়া হচ্ছে। এই কাজে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক অফিসার ও কনস্টেবল ছাড়াও সিভিক ভলেন্টিয়াররা সাহায্য করছেন।


অনেক যাত্রী প্রিপেইড সিস্টেম ভাল ছিল বলে মন্তব্য করলেও বেশিরভাগ যাত্রী জানিয়েছেন, এতে তাদের সুবিধাই হবে। চালকরাও জানিয়েছেন এতে তাদের সুবিধা হবে। তবে এই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। এই নতুন পরিষেবা আসায় যাত্রী ভাড়া বেড়েছে গড়ে ৩০ থেকে ৪০ টাকা। যা নিয়ে আপত্তি করছেন যাত্রীদের একাংশ। তবে সহজেই ট্যক্সি বুকিংয়ের নতুন পরিষেবাকে স্বাগত জানিয়েছেন অনেক যাত্রী।  


আরও পড়ুন Indian Economy: ৪ বছরে জাপান, জার্মানিকে পিছনে ফেলে দেবে ভারত, অর্থনীতিতে আসবে 'সুনামি'


Car loan Information:

Calculate Car Loan EMI