কলকাতা: কলকাতা ফুটবল লিগে (CFL 2023) সবুজ-মেরুন ঝড় চলছে। বৃহস্পতিবার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)-র বিরুদ্ধে ৫-০ গোলে জিতল মোহনবাগান (Mohun Bagan)। শনিবার ডার্বি। ডুরান্ড কাপে (Durand Cup) চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। তার আগে বাগান সমর্থকদের আত্মবিশ্বাস যেন অনেকটাই বেড়ে গেল বৃহস্পতিবারের বিরাট জয়ে। 


চলতি কলকাতা লিগে মোহনবাগানের যেন গোলবন্যা চলছে। চলতি লিগে ৭ ম্যাচে ২৫টা গোল করে ফেলল মোহনবাগান। এই ম্যাচ জেতার ফলে নিজেদের গ্রুপের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান। সাত ম্যাচের শেষে তাদের পয়েন্ট ১৯।


ডুরান্ড-ডার্বির উত্তাপ চড়তে শুরু করেছে ময়দানে। টিকিটের জন্য লাইন। সমর্থকদের আবেগ শনিবারের বড় ম্যাচ ঘিরে। এই আবহে কলকাতা লিগে খেলতে নেমেছিল মোহনবাগান।


ম্যাচের ২৭ মিনিটে রাজ বাসফোর গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। কর্নার থেকে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেনি এফসিআই। এফসিআই রক্ষণের দুর্বলতায় বল পান সবুজ-মেরুনের দীপেন্দু। তাঁর কাছ থেকে বল পেয়ে গোল করেন রাজ বাসফোর। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন কিয়ান নাসিরি। পাঁচ মিনিট পরেই ফের গোল করার সুযোগ হাতছাড়া করে সবুজ-মেরুন শিবির। লালরিনলিয়ানার শট কোনওক্রমে বাঁচান এফসিআই-এর গোলকিপার। বিরতির ঠিক আগে ২-০ করেন ভিয়ান।


বিরতির পরে ব্যবধান আরও বাড়ায় সবুজ-মেরুন। ৫৭ মিনিটে নাংদোম্বা নাওরেম ৩-০ করেন। দুরন্ত হেডে দীপেন্দু ৪-০ করার পরে টাইসন ৫-০ করেন। ডার্বি ম্যাচের আগে এই জয় বড় তৃপ্তির। 


 






বৃহস্পতিবারের ম্যাচের সেরা হয়েছেন মোহনবাগানের অভিষেক সূর্যবংশী। বাগানের মাঝ মাঠের দায়িত্বে ছিলেন তিনি। তবে এই ম্যাচে পাঁচটি গোল করলেন রাজ বাসফোর, ভিয়ান, নাওরেম, দীপেন্দু বিশ্বাস ও টাইসন। ম্যাচের ৮৭ মিনিটে এফসিআই-এর দীপ বাগ দুটো হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন। ফলে ম্যাচের শেষ লগ্নে এফসিআই ১০ জনে হয়ে যায়।               


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial