নাগপুর: দীপক চাহারের রেকর্ডের দিনেই ব্যক্তিগত নজির গড়লেন লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহল। বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহকে আউট করে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। এর আগে ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল জসপ্রীত বুমরাহর দখলে। ৪১ ম্যাচে ৫০ উইকেট নেন এই পেসার। চাহল ৩৪ ম্যাচেই ৫০ উইকেট নিলেন।
ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৪২ ম্যাচে ৫০ উইকেট নেন। এই তালিকায় সবার আগে শ্রীলঙ্কার অফস্পিনার অজন্তা মেন্ডিস। তিনি মাত্র ২৬ ম্যাচে ৫০ উইকেট নেন। আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান ও দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির ৩১ ম্যাচে ৫০ উইকেট নেন। বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান ৩৩ ম্যাচে ৫০ উইকেট নেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বুমরাহকে টপকে টি-২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড চাহলের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Nov 2019 10:44 AM (IST)
এর আগে ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল জসপ্রীত বুমরাহর দখলে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -