নয়াদিল্লি: ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ সামিকে নিয়ে বিতর্কিত ট্যুইট করে সমালোচনার মুখে পড়লেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। তিনি পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ইংল্যান্ডে গিয়েছেন। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারের উদ্দেশ্যে ট্যুইটারে ক্রিকেটপ্রেমীদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন শোয়েব। তখনই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন ভারতীয় দলের সেরা বোলার মহম্মদ সামি। ও মুসলিম বলে এ কথা বলছি না। আমি ওর বোলিং দেখেছি এবং ওর বিরুদ্ধে খেলেছি। ওর বল খেলা কঠিন মনে হয়েছে।’
সামির প্রশংসা করতে গিয়ে তাঁর ধর্মের কথা উল্লেখ করায় অনেকেই শোয়েবের উপর ক্ষুব্ধ। বেশিরভাগ ক্রিকেটপ্রেমীর মতে, খেলার সঙ্গে ধর্মকে জড়ানো উচিত হয়নি। সামি ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। তাঁর সম্পর্কে এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি।
এবার ষষ্ঠ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চলেছেন ৩৫ বছর বয়সি শোয়েব। ৪ জুন এজবাস্টনে ভারত-পাক লড়াই। তার আগে পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় দলের উপর মানসিক চাপ তৈরির চেষ্টা শুরু করে দিয়েছেন। তবে ভারতীয় দলও তৈরি।