লন্ডন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটাই এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে খেলা ভারতের সেরা পারফরম্যান্স। এমনটাই জানালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।


এদিন ওভালে প্রোটিয়াদের পর্যুদস্ত করার পর উচ্ছ্বসিত বিরাট দলের পারফরম্যান্সকে কুর্নিশ করেন। বিশেষ করে দলের বোলিং ও ফিল্ডিংয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, টস জেতায় ভাল হয়েছে। পরের দিকে উইকেটে খুব একটা তফাত চোখে পড়েনি। তবে, তফাত যা গড়ে দিয়েছে আমাদের বোলার ও ফিল্ডাররা।


কোহলির মতে, গুরুত্বপূর্ণ সময়ে প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের রান আউট ম্যাচের রঙ পাল্টে দেয়। তিনি বলেন, এবি-কে যত আগে ফেরানো যায় ততই মঙ্গল। তিনি যোগ করেন, সুযোগ আসবে। তাকে গ্রহণ করতে হবে। আজ সেটাই করে দেখিয়েছেন বোলার ও ফিল্ডাররা।


ব্যাটিং প্রসঙ্গে বলতে গিয়ে শিখরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অধিনায়ক। বলেন, একজনের শেষ পর্যন্ত টিকে থাকা দরকার ছিল। তবে, শিখর যা খেলল, তা অসাধারণ। সম্ভবত, এটাই চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও পর্যন্ত আমাদের খেলা সেরা পারফরম্যান্স।



অন্যদিকে, বিজিত দলের অধিনায়ক ডিভিলিসার্স জানান, এভাবে হেরে বিদায় নিতে সত্যিই খারাপ লাগছে। তিনি বলেন, এমনটা ভাবিনি। ভারতকে অভিনন্দন। ওরা দুর্দান্ত খেলেছে। প্রথম ১৫-২০ ওভারে ওরা আমাদের ওপর চাপ বজায় রেখেছিল। ফলে, আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি।


ম্যাচের সেরা জসপ্রীত বুমরাহ বলেন, এদিনের ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। তাই আমরা মাথা ঠান্ডা রেখে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছি। তিনি যোগ করেন, দল যেমন তাঁকে দায়িত্ব দেবে, তিনি তা পালন করবেন।


বলেন, যতক্ষণ আপনি পারফর্ম করছেন, ততক্ষণ ভাল। জসপ্রীত জানান, তিনি এদিন বল করার সময় পরিস্থিতিকে মাথায় রেখেছিলেন। বলেন, উইকেট সুইং বেশি ছিল না। ফলে, আমাকে লাইন-লেংথ বজায় রাখতে হয়েছে।