বার্মিংহ্যাম: চেনা লড়াই, অচেনা শত্রু। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনকোরা পাকিস্তানের মুখোমুখি ভারত। পাক-টিমের ভিডিও অ্যানালিসিসে মগ্ন টিম ইন্ডিয়া। চোট-সমস্যা পাক-শিবিরে। ফিট নন পাক পেসার ওয়াহাব রিয়াজও।
নিজেদের অনুশীলনের পাশাপাশি প্রতিপক্ষকে চিনে নেওয়া। অথচ, সেটা করতে গিয়েই রীতিমত বেগ পেতে হচ্ছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে। কারণ? প্রায় আনকোরা টিম পাকিস্তান।
হাসান আলি, ইমাদ ওয়াসিম, বাবর আজম, শদাব খান---পরপর অচেনা মুখ। অজানা শত্রু। তাই, ভিডিও অ্যানালিসিসেই প্রতিপক্ষকে চিনে নেওয়ার আপ্রাণ চেষ্টা। অচেনা পাক-দলের নতুন তারা হয়ে উঠতে পারেন কারা? কারা হতে পারেন সারপ্রাইজ প্যাকেজ? উঠে আসছে বেশ কয়েকটি নাম---বাবর আজম, হাসান আলি, ফাহিম আশরফ...।
চোট-আঘাতে জর্জরিত গোটা পাক-দল। বেশিরভাগ ক্রিকেটারই সময় কাটালেন জিমে। এখনও পুরোপুরি ফিট নন পাক-পেসার ওয়াহাব রিয়াজ। তাই, চিন্তার ভাঁজ পাক-শিবিরে।