লন্ডন: ভারতের কোচ অনিল কুম্বলের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির বিরোধের খবর নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেটে এখন তুমুল জল্পনা চলছে। তবে এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। এই কিংবদন্তী বলেছেন, ‘কোনও সময়ই কোচ ও অধিনায়ক একইভাবে চিন্তা করেন না। কারণ, কোচ আগের প্রজন্মের ক্রিকেটার। তাই কোচ ও অধিনায়কের মতপার্থক্য থাকবেই।’


গাওস্কর আরও বলেছেন, কুম্বলের সঙ্গে বিরাটের দূরত্ব তৈরি হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটা কতদূর সত্যি, সে বিষয়ে তাঁর সংশয় রয়েছে। এই ধরনের খবর প্রকাশের উপযুক্ত সময় এটা নয়। কয়েকদিন পরেই ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তাই যখন খেলা থাকে না, সেটাই এই ধরনের খবর প্রকাশের উপযুক্ত সময়।

গাওস্করের মতে, কোচের সঙ্গে অধিনায়কের মতপার্থক্যকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। যিনিই ভারতীয় দলের কোচ থাকুন, আগামী আট-দশ বছরে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা উচিত তাঁর। ভারতীয় দলের কোচ হিসেবে কুম্বলে দারুণ কাজ করছেন। তাঁর কোচিংয়ে গত এক বছরে সাফল্য পেয়েছে ভারত। তাই বিরাটের সঙ্গে যদি কুম্বলের সত্যিই মতপার্থক্য হয়ে থাকে, তাহলে তাঁদের সঙ্গে বিসিসিআই-এর ক্রিকেট পরামর্শদাতা কমিটির তিন সদস্য সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের কথা বলা উচিত।