নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইপিএল-এ ভারতের অধিনায়ক বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে যতই আলোচনা চলুক না কেন, ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব মোটেই চিন্তিত নন। তিনি বলেছেন, ‘আপনারা কি ধর্মশালায় ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখেছিলেন? সবাই বলেছিল, কোহলি ভাল খেলতে না পারলে ভারত হেরে যাবে। কিন্তু কী হয়েছে সেটা আমরা সবাই জানি। ভারতের সাফল্য শুধু কোহলির উপর নির্ভর করে, এটা বলে দলের অন্যদের খাটো করা ঠিক নয়। কোহলি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। ও বড় খেলোয়াড়। কখন, কীভাবে খেলতে হবে সেটা ও জানে।’


নয়াদিল্লির মাদাম তুসো সংগ্রহশালায় কপিলের মোমের মূর্তি উন্মোচন হয়েছে। এই কিংবদন্তী অলরাউন্ডার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাবনা প্রসঙ্গে বলেছেন, ‘ভারতীয় দল গত পাঁচ বছর ধরেই ভাল খেলছে। আমাদের অবশ্যই জেতার সম্ভাবনা আছে। তবে নির্দিষ্ট দিনে ক্রিকেটাররা নিজেদের কতটা মেলে ধরতে পারবে এবং বিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারবে, সেটার উপরেই ম্যাচের ফল নির্ভর করবে।’

কপিলের মতে, ভারতীয় ব্যাটিং বিভাগ যেমন শুধু কোহলির উপর নির্ভর করবে না, তেমনই বোলিং বিভাগেও কোনও একজনের উপর নির্ভরশীল হবে না ভারত। গোটা দলকেই ভাল খেলতে হবে। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দল নিয়ে খুশি। এই দলই সাফল্য পেতে পারে বলে আশাবাদী ভারতের প্রাক্তন অধিনায়ক।