ইসলামাবাদ: ভারতের কাছে বিশ্রি হারের পর ঘরে সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট দল। বহু প্রাক্তন পাক ক্রিকেট তারকা বর্তমান দলের নীতি ও রণকৌশলকে আক্রমণ করেছেন। যেমন মহম্মদ ইউসুফ। পাকিস্তানের এই প্রাক্তন ব্যাটসম্যান মনে করেন, ভারতের বিরুদ্ধে দল বাছাই থেকে শুরু করে সব কিছু বিভাগে ভুল হয়েছিল।


ইউসুফ বলেন, ভারতের হাতে এমন বিপুল পরাজয় একটা অপমান। এটা মেনে নেওয়া যায় না। অথচ, এই ভারতকেই অতীতে পাকিস্তান বহুবার হারিয়েছে। তাঁর মতে, এর থেকেই এখন বোঝা উচিত, কেন পাক দল আইসিসি ক্রমতালিকায় আট নম্বরে চলে এসেছে।


ভারতের বিরুদ্ধে হার এবং দলের সার্বিক খারাপ পারফরম্যান্সের জন্য কোচ মিকি আর্থারকে দায়ী করেন ইউসুফ। বলেন, ক্রিকেটারদের মনে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব সঞ্চার করতে সক্ষম হননি আর্থার। এই প্রেক্ষিতে কোচের বরখাস্তের দাবিও করেন তিনি।