কাবুল ও নয়াদিল্লি: কাবুলে ভারতীয় দূতাবাসে আছড়ে পড়ল রকেটচালিত গ্রেনেড। মঙ্গলবার সকালে ইন্ডিয়া হাউস নামে পরিচিত দূতাবাস ভবনের ভলিবল কোর্টে উড়ে এসে পড়ে গ্রেনেডটি। তবে কোনও প্রাণহানি, ক্ষয়ক্ষতির খবর নেই।
ওই ক্যাম্পাসেই থাকেন ভারতীয় হাইকমিশনার মনপ্রীত ভোরা, অন্যান্য কর্মীরা। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন।
নয়াদিল্লিতে একটি সূত্র বলেছে, এখনও পর্যন্ত কারও জখম হওয়ার খবর নেই।
গত সপ্তাহের ভয়াবহ বিস্ফোরণে ১৫০-র বেশি মানুষের প্রাণহানির পর আফগানিস্তানের রাজধানী শহর কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আজই সেখানে বসেছে কাবুল শান্তি প্রক্রিয়া সম্মেলন। বিস্ফোরণ, সন্ত্রাসবাদী হানাহানিতে রক্তাক্ত দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত সহ ২৩টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন সেখানে।
কাবুলের হাই সিকিউরিটি জোনে অবস্থিত ইন্ডিয়া হাউসে গ্রেনেড উড়ে আসার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সময় মনপ্রীত ওই শান্তি সম্মেলনেই ছিলেন। প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, কেউ হতাহত হয়নি। তদন্ত চলছে। ভারত সন্ত্রাস মোকাবিলায় অভ্যস্ত। এ ধরনের হামলায় কখনই তাকে ভয় পাইয়ে দেওয়া যাবে না।
কিছুক্ষণ পরই তিনি প্রেসিডেন্ট ভবনে আয়োজিত সম্মেলনে ফিরে যান। কাবুলে ভারতীয় অফিসাররা বলছেন, তিনি স্পষ্ট বার্তা দিতে চান যে, কিছু রাজনৈতিক মহল অন্যরকম চাইলেও আফগানিস্তানে শান্তি কায়েম করায় ভারত তার পুরো দায়িত্ব পালন করার সংকল্প নিয়েই এগচ্ছে।
কাবুলে ভারতীয় দূতাবাসে আছড়ে পড়ল গ্রেনেড, হতাহত হয়নি কেউ, ভারত এতে ভীত নয়, বললেন রাষ্ট্রদূত
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jun 2017 02:21 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -