মুম্বই: সময়টা মোটেই ভাল যাচ্ছে না পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের। চোট পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। আর এবার ই কমার্স সাইট ইবে-তে তাঁকে নিলামে তোলা হল।

গত সপ্তাহে ভারতের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান রিয়াজ।

ইবে-তে রিয়াজকে বর্ণনা করা হয়েছে ব্যবহৃত জিনিস বলে, যাতে কিছুটা ছেঁড়া ফাটাও রয়েছে। একেবারে ব্যবহারযোগ্য নন তা অবশ্য নয়, পেপারওয়েট বা বাগানে সাজানোর জন্য তাঁকে ব্যবহার করা যেতে পারে। শেন ওয়াটসনকে ভয় দেখাতে পারেন কিন্তু আউট করার ক্ষমতা নেই। ২০১৫-র বিশ্বকাপে ওয়াটসনের বিরুদ্ধে দারুণ বল করেন ওয়াহাব যদিও আউট করতে পারেননি।



ইবে রিয়াজকে বিক্রয়যোগ্য বস্তুর তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু তার আগে নিলামে তাঁর জন্য ৫০-এর বেশি ডাক পড়েছে, একজন তো ৬১০ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত দিতে চেয়েছেন।

যিনি ওয়াহাবকে নিলামে তুলেছেন, তিনি বলেছেন, ২০০৮-এ তাঁকে কিনেছিলেন, পাকিস্তানের হয়ে ম্যাচ জিতবেন আশায়। কিন্তু এখন তিনি জুনেদ খান মডেল পেয়েছেন, তাই বিক্রি করে দিচ্ছেন ওয়াহাবকে। এই জুনেদ ওয়াহাবের জায়গায় পাক টিমে ঢুকেছেন, ভালই বল করছেন।

বিজ্ঞাপন নিয়ে হইচই পড়ে গিয়েছে টুইটার দুনিয়ায়। তারই কয়েকটি নমুনা