দুবাই: অস্ট্রেলিয়ার নির্বাসিত ক্রিকেটার স্টিভ স্মিথকে টপকে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান দখল করার ভাল সুযোগ রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে।


সোমবার প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং অনুযায়ী, ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে রয়েছেন স্মিথ। ২৬ পয়েন্ট পিছিয়ে দুনম্বরে রয়েছেন কোহলি। বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অন্যদিকে, বল কারচুপির দায়ে ১২ মাসের জন্য সাসপেন্ড রয়েছেন স্মিথ।


বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে স্মিথতে টপকে যাওয়ার ভাল সুযোগ রয়েছে কোহলির সামনে। তবে, ২৬ পয়েন্ট অতিক্রম করা সহজ হবে না। এর জন্য ভারত অধিনায়ককে একাধিক ভাল পারফরম্যান্স করতে হবে। তবে, আসন্ন টেস্ট সিরিজে দারুন কিছু করার জন্য মুখিয়ে আছেন বিরাট।


এদিকে, আইসিসি-র প্রকাশিত সেরা-৫০ ব্যাটসম্যানদের তালিকায় ভারত ও ইংল্যান্ড—উভয় দলেরই পাঁচজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। ভারতীয়দের মধ্যে রয়েছেন—চেতেশ্বর পূজারা (৬ষ্ঠ), লোকেশ রাহুল (১৮তম), অজিঙ্ক রাহানে (১৯তম), মুরলি বিজয় (২৩তম) এবং শিখর ধবন (২৪তম)।


অন্যদিকে, ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ব্যাটসম্যান হলেন জো রুট। তালিকায় তিনি ঠিক কোহলির পর তৃতীয় স্থানে রয়েছেন। ভারতীয় অধিনায়ক থেকে তিনি ৪৮ পয়েন্ট পিছিয়ে। রুট ছাড়াও, সেরা ৫০ জনের তালিকায় রয়েছেন—আলিস্টার কুক (১৩তম), জনি বেয়ারস্টো (১৬তম), বেন স্টোকস (২৮তম) ও মঈন আলি (৪৩তম)।


টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। সেরা ৩০ জনের তালিকায় রয়েছেন স্টুয়ার্ট ব্রডও (১২তম)। অন্যদিকে, সেরা ৩০-এ জায়গা পেয়েছেন দুই স্পিনার সহ ৬ জন ভারতীয় বোলার। এঁরা হলেন—রবীন্দ্র জাডেজা (তৃতীয়), রবিচন্দ্রণ অশ্বিন (পঞ্চম), মহম্মদ শামি (১৭তম), ভূবনেশ্বর কুমার (২৫ তম), ইশান্ত শর্মা (২৬তম) এবং উমেশ যাদব (২৮তম)।


দলগত র‌্যাঙ্কিংয়ে অবশ্যই নিরাপদভাবেই রয়েছে টিম ইন্ডিয়া। ভারত যেখানে শীর্ষস্থানে রয়েছে, সেখানে ইংল্যান্ড পঞ্চম। ভারতের সঙ্গে ইংল্যান্ডের পয়েন্টের ফারাক ২৮। ইংল্যান্ড যদি নিজেদের মাটিতে ভারতকে ৫-০ ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে তারা লাফিয়ে দুনম্বরে উঠে আসবে। সেক্ষেত্রে ভারতের থেকে তাদের দূরত্ব দাঁড়াবে মাত্র ৫ পয়েন্টের। অন্যদিকে, ভারত যদি ৫-০ ব্যবধানে জেতে, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১২৯, আর ইংল্যান্ডের ৯৪।