মুম্বই : ইতিহাস গড়ার পথে পা বাড়িয়েছে ভারত। লক্ষ্য বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখা। সেই লক্ষ্যে সফলভাবে উড়ে গিয়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3 )। পৃথিবীর অর্বিটে সফলভাবে পৌঁছে শুরু করেছে চাঁদের দেশে পাড়ি। ২০১৯-এ শেষলগ্নে স্বপ্ন ভেঙেছিল। ২০১৯ সালে চাঁদের পৃষ্ঠে নামতে গিয়ে ভেঙে পড়েছিল চন্দ্রযান ২। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে স্বপ্নের পথে দৌড়। চাঁদে নামতে পারলেই আমেরিকা-রাশিয়া-চিনের পর তেমনটা করায় চতুর্থ দেশ হবে ভারত (India)।


আর ভারতের মহাকাশ চর্চার যে গুরুত্বপূর্ণ দিনে ভারতের ক্রীড়াব্যক্তিত্বরাও পঞ্চমুখ দেশের বিজ্ঞানীদের প্রশংসায়। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে ঋষভ পন্থ (Rishav Pant),  আপামর দেশবাসীর মতো তাঁরাও প্রত্যাশায়, সফল অবতরণের। চন্দ্রযান ৩- এর অভিযান শুরু থেকে শেষ করতে সময় লাগবে মোট এক চন্দ্র দিন অর্থাৎ প্রায় পৃথিবীর প্রায় ১৪ দিনের সমান। এতে যে ল্যান্ডার রয়েছে সেটি চাঁদের মাটিতে মাসখানেকের একটু বেশি সময় ধরে পর্যবেক্ষণ চালিয়ে তথ্য সংগ্রহ করবে। ২২ বা ২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান ৩। 


সোশ্যাল মিডিয়ায় চন্দ্রযান ৩-র সফল উৎক্ষেপণের ছবি পোস্ট করে সচিন তেন্ডুলকার লিখেছেন, ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন, গর্ব ও ভরসা নিয়ে উড়ান ভরেছে ইসরো (ISRO)। চন্দ্রযান ৩-র সফল উৎক্ষেপণে গর্বে বুক ফুলে যাচ্ছে আমাদের। অভিনন্দন। দেশের যে বিজ্ঞনীদের অক্লান্ত পরিশ্রমে এই দিনটা এসেছে, তাঁদের সকলকে অভিনন্দন। ভারতের জন্য স্মরণীয় এক দিন। জয় হিন্দ।         






মাস্টার ব্লাস্টারের মতোই বার্তা দিয়েছেন ঋষভ পন্থও। ইসরোকে ট্যাগ করে ভারতের কিপার-ব্যাটার লিখেছেন, 'দেশের ইতিহাসে এক গর্বের মুহূর্ত।'


আরও পড়ুন- চন্দ্রযানের পাড়ি, ভারতের চাঁদ-যাত্রা নিয়ে কী শোনাল 'লিসা' ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন