মস্কো: মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালাহকে সাম্মানিক নাগরিকত্ব দিল চেচনিয়া। সেদেশের প্রধান নেতা রমজান কাদিরভ সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মহম্মদ সালাহ চেচনিয়ার সাম্মানিক নাগরিক। মিশর ও লিভারপুলের এই মহান ফুটবলারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার ঘোষণাপত্রে সই করেছি আমি।’

এবারের বিশ্বকাপ খেলতে গিয়ে চেচনিয়ার রাজধানী গ্রজনিতে অনুশীলনের শিবির করে মিশর। তারা অবশ্য প্রথম দু’টি ম্যাচে হেরে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। সোমবার সৌদি আরবের বিরুদ্ধে সালাহদের শেষ ম্যাচ। তার আগে গতকাল রাতে মিশর দলকে নৈশভোজে আমন্ত্রণ জানান কাদিরভ। সেখানেই তিনি সালাহকে সম্মানিত করেন।

চেচনিয়ার সর্বোচ্চ নেতা ফুটবলপ্রেমী। তিনি প্রায়ই খেলা দেখতে যান। ২০১৩ সালে একটি ম্যাচে রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে প্রকাশ্যেই তাঁকে অপমান করেন কাদিরভ। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে চেচনিয়ার ক্লাব আখমতের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে মিশরের জাতীয় দল।