লন্ডন: লিগ কাপের (EFL Cup) সেমিফাইনালের প্রথম লেগে সকলকে খানিকটা চমকে দিয়েই প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলির অন্যতম চেলসিকে (Chelsea) হারিয়ে দিয়েছিল মিডলসবরো (Middlesbrough)। তবে ঘরের মাঠে ফিরতেই ছন্দে ফিরল পশ্চিম লন্ডনের ক্লাবটি। মিডলসবরোকে ৬-১ গোলের (দুই লেগ মিলিয়ে ৬-২) বিরাট ব্যবধানে হারিয়ে লিগ কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল চেলসি।
প্রথম লেগে ০-১ গোলে হেরেছিল চেলসি। একগুচ্ছ সুযোগ হাতছাড়া করেছিল মরেসিও পচেত্তিনোর দল। তবে প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি এবং দ্বিতীয় ডিভিশনের মিডলসবরোর মধ্যে ঠিক গুণগত মানের পার্থক্য কতটা, তা দ্বিতীয় লেগেই স্পষ্ট হয়ে গেল। এই ম্যাচে মিডলসবরোর বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠে নামেননি। তাদের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পায় বরো। ম্যাচের ১৫তম মিনিটে বরো অধিনায়ক জনি হাউসন আত্মঘাতী গোল করে চেলসিকে ম্যাচে এগিয়ে দেন। তারপর থেকে ব্লুজদের আর ফিরে তাকাতে হয়নি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায়। ৪-০ এগিয়ে যায় চেলসি। এনজ়ো ফার্নান্ডেজ ২৯ মিনিটে চেলসির ব্যবধান দ্বিগুণ করেন। অ্যাক্সেল দিসাইসি সাত মিনিট পরে পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে তৃতীয় গোলটি করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে কোল পামার স্কোর ৪-০ করে দেন। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে ফের একটি গোল আসে পামারের পা থেকে। প্রথম লেগে একগুচ্ছ বড় সুযোগ হাতছাড়া করেছিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড। তারপর এই ম্যাচে জোড়া গোল করতে পেরে সন্তুষ্ট পামার।
ননি মাদুয়েকে ৮১ মিনিটে চেলসির হয়ে ম্যাচের ষষ্ঠ গোলটি করেন। নির্ধারিত ৯০ মিনিট পূর্ণ হওয়ার আগে মর্গ্যান রজার্স বরোর হয়ে একটি সান্ত্বনা গোল করেন বটে। তবে সেটুকুই যা। ৬-১ ম্যাচ জিতে নেয় চেলসি। পাঁচ বারের লিগ কাপ চ্যাম্পিয়ন চেলসি সাম্প্রতিক অতীতে একাধিকবার লিগ কাপের ফাইনালে পৌঁছেও খেতাব হাতছাড়া করেছে। ২০১৫ সালে শেষবার তাঁরা লিগ কাপ খেতাব জেতে। ফাইনালে ব্লুজরা ফুলহ্যাম বনাম লিভারপুল ম্যাচের বিজয়ীদের বিরুদ্ধে ওয়েম্বলিতে মাঠে নামবে। বছর দু'য়েক আগে লিভারপুলের বিরুদ্ধেই কিন্তু লিগ কাপের ফাইনালে হারতে হয়েছিল চেলসিকে। তাই রেডসরা ফাইনালে পৌঁছলে ব্লুজদের সামনে বদলা নেওয়ার সুযোগও থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে সর্বকালীন রেকর্ড গড়লেন বোপান্না