মেলবোর্ন: বয়স যে একটা সংখ্যামাত্র, তা তিনি অতীতে বারংবার প্রমাণ করেছেন। বয়স ৪০-র গণ্ডি পার করলেও থামতে নারাজ রোহন বোপান্না। একের পর এক কীর্তি গড়েই চলেছেন তিনি। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2024) সেমিফাইনালে জায়গা পাকা করেই ভারতীয় তারকা ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন। 


অস্ট্রেলিয়ান জুড়িদার ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে রোহন বোপান্না (Rohan Bopanna) বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আর্জেন্তাইন জুটি আন্দ্রেস মলতেনি এবং ম্যাক্সিমো গঞ্জালেজ় জুটির। আর্জেন্তাইন জুটিকে স্ট্রেট গেমে হারিয়ে বোপান্নারা স্ল্যামের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেললেন। ম্যাচের স্কোরলাইন ইন্দো-অজ়ি জুটির পক্ষে ৬-৪, ৭-৬ (৫)। এই জয়ের সুবাদেই তিনি এটিপি ডাবলস ব়্যাঙ্কিংয়ের (ATP Rankings) শীর্ষে পৌঁছে গেলেন। অর্থাৎ বর্তমান বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা বোপান্নাই।


আর ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেই নতুন ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় টেনিস তারকা। ৪৩ বছর বয়সে এই প্রথমবার ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন বোপান্না। এত বয়সে প্রথমবার এক নম্বর হওয়ার কৃতিত্ব আর কোনও খেলোয়াড়ের নেই। বোপান্না আমেরিকার রাজীব রামের রেকর্ড ভাঙলেন। ২০২২ সালের অক্টোবরে আমেরিকান টেনিস তারকা ৩৮ বছর বয়সে প্রথমবার এক নম্বর হয়েছিলেন। পিছনে ফেলেছিলেন তাঁর ডাবলস পার্টনার জো স্যালিসব্যারিকে। এবার রামের রেকর্ডের নিজের নামে করে ফেললেন বোপান্না।


গত রাতে বৃষ্টির জেরে প্রথম সেটের তৃতীয় গেম ক্ষণিকের জন্য ব্যাহত হয়। তবে পঞ্চম গেমে গঞ্জালেজ়ের সার্ভ ব্রেক করার পর বোপান্না সহজেই নিজের সার্ভ ধরে রাখেন। আধ ঘণ্টার খানিক অধিক সময়ে প্রথম সেট জিতে নেয় ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি। স্ল্যামের দ্বিতীয় বাছাইয়ের বিরুদ্ধে ষষ্ঠ বাছাই আর্জেন্তাইনদের সার্ভিস গেম কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে দুরন্ত লড়াই চালিয়ে ম্যাচে ফেরার আশা জিইয়ে রাখেন আর্জেন্তাইন জুটি। দ্বিতীয় সেট গড়ায় টাই ব্রেকারে। মেলবোর্নে বোপান্নারা তিন ম্যাচের একটিতেও টাই ব্রেক হারেননি এবং তাঁদের সেই জয়ের ধারা এই ম্যাচেও অব্যাহত রইল। শেষমেশ টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে ম্যাচও নিজেদের নামে করে নেন বোপান্নারা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: অর্থাভাবে অনুশীলন বন্ধর উপক্রম থেকে অস্ট্রেলিয়ান ওপেনে নজির, কোহলির সুবাদেই ঘুরে দাঁড়ান নাগাল!