চেরিশেভের জোড়া গোল, প্রথম ম্যাচেই সৌদি আরবকে ৫-০ উড়িয়ে চমক রাশিয়ার
Web Desk, ABP Ananda | 14 Jun 2018 11:03 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
মস্কো: বিশ্বকাপের প্রথম ম্যাচেই চোখধাঁধানো ফুটবল উপহার দিল রাশিয়া। সৌদি আরবকে ৫-০ উড়িয়ে দিল স্ট্যানিস্লাভ চেরচেশভের দল। জোড়া গোল করলেন ডেনিস চেরিশেভ। একটি করে গোল করেন আলেকজান্ডার গলোভিন, ইউরি গাজিনস্কি ও আর্টেম ডিউবা। আজ রাশিয়ার আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি সৌদি আরব। শুরু থেকেই তাদের বক্সে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়তে থাকে একের পর এক আক্রমণ। ১২ মিনিটেই গলোভিনের ক্রস থেকে হেডে এবারের বিশ্বকাপের প্রথম গোল করেন গাজিনস্কি। ৪৩ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন চেরিশেভ। দ্বিতীয়ার্ধেও খেলার ধারা বদলায়নি। ৭৩ মিনিটে ব্যবধান বাড়ান ডিউবা। সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান চেরিশেভ। একেবারে শেষমুহূর্তে অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করে সৌদি আরবের কফিনে শেষ পেরেক পুঁতে দেন গলোভিন। বিশ্বকাপ শুরুর আগে এই গ্রুপে উরুগুয়ে ও মিশরকে নিয়েই আলোচনা করছিলেন বিশেষজ্ঞ ও ফুটবলপ্রেমীরা। কিন্তু আজ রাশিয়া দেখিয়ে দিল, তারাও কম যায় না। ২০০২ বিশ্বকাপের পর এই প্রথম ফুটবলের সেরা মঞ্চে জয় পেল রাশিয়া। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে অনেক দলকেই সমস্যায় ফেলতে পারেন চেরিশেভরা। নিজেদের দেশে বিশ্বকাপে অনেক হিসেবই বদলে দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন তাঁরা।