মুম্বই: চেস অলিম্পিয়াডে (Chess Olympiad) দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন ডি গুকেশ। বয়স মাত্র ১৬ বছর। কিন্তু এরমধ্যেই চৌষট্টি খোপের লড়াইয়ে একের পর এক ম্যাচে বাজিমাত করে চলেছেন এই কিশোর গ্র্যান্ডমাস্টার (Grandmaster)। ভারত তো অবশ্যই বিশ্বের অন্যতম কনিষ্ঠ একজন গ্র্যান্ডমাস্টার গুকেশ (D Gukesh)। চেস অলিম্পিয়াডে অংশ নিয়ে এই বয়সেই পরপর সাত ম্যাচে জয় ছিনিয়ে নিলেন তিনি।
গুকেশের বাবা ডি. রজনীকান্ত একজন কান, নাক এবং গলার সার্জন। ভারতীয় দাবার রজনীকান্তও তাই বলা হয়ে থাকে গুকেশকে। এই গ্র্যান্ডমাস্টারের প্রিয় দাবাড়ু হলেন আমেরিকার প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন প্রয়াত ববি ফিশার এবং ভারতের প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ। চলতি অলিম্পিয়াডে টানা ৭ ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে গ্র্যান্ডমাস্টার অ্যালেক্সি শিরোভকেও ছাপিয়ে গিয়েছেন গুকেশ।
প্রাক্তন গ্র্যান্ডমাস্টার বিষ্ণু প্রসন্ন, যিনি আবার গুকেশের কোচ, তিনি গুকেশের এই সাফল্যে বেজায় খুশি। তিনি বলছেন, ''গুকেশ খুব শান্ত ছেলে। তিনি একজন অবস্থান, পরিস্থিতি বিবেচনা করে খেলা খেলোয়াড়। ও অনেক গণনা করে। এছাড়াও ভীষণ কৌশলের সঙ্গে যাবতীয় গেমপ্ল্যান সাজায়।" গুকেশের বাবা জানিয়েছেন যে তাঁর ছেলে ঘণ্টার পর ঘণ্টা দাবা খেলা অনুশীলন করে। নাওয়া- খাওয়া ছেড়ে দাবা নিয়েই বসে থাকে। এছাড়াও আধ্যাত্মিক মিউজিক শুনতেও খুব ভালবাসে গুকেশ।
ভারতীয় দাবায় এখন অনেক নতুন মুখ উঠে এসেছে। চলতি বছরে এনিয়ে দ্বিতীয় বার ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে কিছুদিন আগেই তাক লাগিয়ে দিয়েছিল আর প্রজ্ঞানানন্দ। মাত্র তিন মাসের ব্যবধানে ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়েছিল ১৬-র আর প্রজ্ঞানানন্দ। Chessable Masters-এর পঞ্চম রাউন্ডে বিশ্ব চ্যাম্পয়িনকে মাত দেয় প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa)।
এর আগে গত ফেব্রুয়ারি মাসেই চৌষট্টির খোপের লড়াইয়ে বাজিমাত করে দিয়েছিল সে। বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল তামিলনাড়ুর আর প্রজ্ঞানানন্দ। গোটা বিশ্বকে চমকে দিয়েছিল সে।