নয়াদিল্লি: ভারতীয় দাবার অন্যতম সেরা মুখ। অনেকে তাঁকে দেশের সবচেয়ে প্রতিভাবান মহিলা দাবাড়ু বলেও চিহ্নিত করেন। অথচ সেই তানিয়া সচদেব (Tania Sachdev) কি না সরকারের সাহায্য পাচ্ছেন না!
এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সুন্দরী দাবাড়ু। তানিয়া জানালেন, অন্যান্য রাজ্যের দাবাড়ুরা সরকারি সমর্থন পেয়ে কত দ্রুত এগিয়ে যাচ্ছেন। অথচ ২০২২ ও ২০২৪ - দু-দু'টি দাবা অলিম্পিয়াডে জেতার পরেও দিল্লি প্রশাসন তাঁকে কোনও স্বীকৃতি দেয়নি।
তানিয়া সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়েছেন। এক্স হ্যান্ডলে লিখেছেন, '২০০৮ সাল থেকে ভারতের হয়ে খেলছি। দাবায় আমার কৃতিত্বের পরেও যেভাবে দিল্লি প্রশাসন মুখ ফিরিয়ে থেকেছে, খুবই হতাশাজনক। যে সমস্ত রাজ্য তাদের খেলোয়াড়দের সমর্থন করে ও তাদের সাফল্য উদযাপন করে, তারা প্রতিভার সঠিক বিকাশ ঘটায়, মুন্সিয়ানার মর্যাদা দেয়। দুর্ভাগ্যবশত, দিল্লি এরকম কিছুই করেনি এখনও।'
দীর্ঘ বিবৃতিতে তানিয়া আরও লিখেছেন, '২০২২ সালের চেজ় অলিম্পিয়াডে আমরা দলগতভাবে ব্রোঞ্জ জিতেছিলাম। ব্যক্তিগত পদকও পেয়েছিলাম। ২০২৪ সালে ঐতিহাসিক চেজ় অলিম্পিয়াডে সোনা জিতেছিলাম। এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও স্বীকৃতি পাইনি।' দিল্লির শাসক দল আম আদমি পার্টির কাছে দাবাড়ুদের পাশে থাকার আর্জিও জানিয়েছেন তানিয়া।
২০২৪ সালে বুদাপেস্টে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে তানিয়া সচদেব ভারতীয় মহিলা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ইভেন্টে তাদের প্রথম স্বর্ণপদক অর্জন করেছিলেন। তানিয়া বিজয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, অলিম্পিয়াড ডাবল ভারতীয় দাবার জন্য একটি স্মরণীয় মুহূর্ত হতে পারে। অভিজ্ঞ দাবাড়ু খেলা না থাকলে ধারাভাষ্য উপভোগ করেন। ২০১৮ সালে ভারতের ব্রোঞ্জ পদক জয়ী অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তানিয়া।
সদ্য ডিং লিরেনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ডি গুকেশের জন্য ৫ কোটি টাকা পুরস্কার অর্থ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। পাশাপাশি জমকালো অনুষ্ঠান করে গুকেশকে সংবর্ধনা দিয়েছিল তামিলনাড়ু সরকার। দাবা নিয়ে সে রাজ্যে রয়েছে তুমুল আগ্রহ। সরকারও সব সময় পাশে থেকেছে দাবাড়ুদের। ২০২২ সালে চেন্নাইয়ে চেজ অলিম্পিয়াডও আয়োজিত হয়েছিল।
আরও পড়ুন: ক্রিকেট মাঠে চক দে ইন্ডিয়া! দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন, ট্রফির হ্যাটট্রিকে নবজাগরণ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।