উদয়পুর: নতুন ইনিংস শুরু করলেন ব্যাডমিন্টনের মহাতারকা, অলিম্পিক্সে জোড়া পদকজয়ী পি ভি সিন্ধু (PV Sindhu)। সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় শাটলার। পাত্র বেঙ্কট দত্ত সাই (Venkata Datta Sai)। তেলুগু প্রথা মেনে বিয়ে হল। রবিবার বিয়ে উপলক্ষ্যে রাজস্থানের উদয়পুরে ছিল জমকালো অনুষ্ঠান। যে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধুরা।
সিন্ধু বা বেঙ্কট এখনও বিয়ের ছবি প্রকাশ না করলেও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নবদম্পতিকে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত (Gajendra Singh Shekhawat) বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। নবদম্পতিকে আশীর্বাদও করেন তিনি। শেখাওয়াতই সোশ্যাল মিডিয়ায় বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন সোমবার সকালে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
সোমবার সকালে শেখাওয়াত নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'গতকাল সন্ধ্যায় উদয়পুরে বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, অলিম্পিয়ান পি ভি সিন্ধুর বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পেরে খুব আনন্দিত। আমার অভিনন্দন ও আশীর্বাদ জানিয়েছি নবদম্পতিকে। ওদের নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা।'
প্রসঙ্গত, উদয়পুরে বিয়ের অনুষ্ঠান হলেও সিন্ধু ও বেঙ্কট তাঁদের রিসেপশন আয়োজন করেছেন হায়দরাবাদেই। যে শহর থেকে সিন্ধুর উত্থান। ২০ ডিসেম্বর সঙ্গীত দিয়ে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। ২৪ ডিসেম্বর, মঙ্গলবার হবে রিসেপশন। আর সেই অনুষ্ঠানে নিজামের শহরে বসতে পারে চাঁদের হাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, সকলেই আমন্ত্রিত সেই অনুষ্ঠানে।
পাত্র কে? কী-ই বা তাঁর পেশা? বেঙ্কটের বাড়িও হায়দরাবাদেই। তিনি পোসিডেক্স টেকনোলজি সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গেও পেশাগতভাবে যুক্ত ছিলেন কিছুদিনের জন্য। সিন্ধুর বাবা আগেই জানিয়েছিলেন যে, দুই পরিবারই বন্ধু। আত্মীয়তা সেই সূত্রেই।
আরও পড়ুন: ক্রিকেট মাঠে চক দে ইন্ডিয়া! দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন, ট্রফির হ্যাটট্রিকে নবজাগরণ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।