বাকু: বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত ভারতীয়র নজর ছিল আজেরবাইজানের বাকুতে। যেখানে দাবা বিশ্বকাপের ফাইনালে খেতাবি লড়াইয়ে নেমেছিলেন আর প্রজ্ঞাননন্দ (Praggnanandhaa)। প্রতিপক্ষ ছিলেন ম্যাগনাস কার্লসেন। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও হার স্বীকার করতে হল চেন্নাইয়ের বিস্ময় দাবাড়ুকে। চ্যাম্পিয়ন হলেন কার্লসেন। রানার আপ প্রজ্ঞাননন্দ।


তবে এই ফলের পর ২০২৪ সালে ক্যান্ডিডেটস টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করলেন প্রজ্ঞাননন্দ। কানাডায় হবে যে টুর্নামেন্ট। কিংবদন্তি ববি ফিশার (Bobby Fischer) ও কার্লসেনের (Magnus Carlsen) পর তৃতীয় কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলেন প্রজ্ঞাননন্দ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনালে খেললেন প্রজ্ঞাননন্দ।


বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কার্লসেন পেলেন ১ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্য। ভারতীয় মুদ্রায় প্রায় ৯১ লক্ষ টাকা। রানার আপ হয়ে প্রজ্ঞাননন্দ পেলেন ৮০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭ লক্ষ টাকা।


তাঁকে নিয়ে স্বপ্ন দেখছিল গোটা দেশ। ১৮ বছরের বিস্ময় দাবাড়ুর হাত ধরে ২১ বছর পর ফের চৌষট্টি খোপের খেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করবে ভারত, প্রার্থনা চলছিল বৃহস্পতিবার সকাল থেকে।


কিন্তু শেষরক্ষা হল না। ফাইনালে হেরে গেলেন ভারতের প্রজ্ঞাননন্দ (Praggnanandhaa)। তাঁকে হারিয়ে বিশ্বকাপ জেতেন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। নরওয়ের দাবাড়ুর অভিজ্ঞতার কাছে পরাজয় স্বীকার করতে হল চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টারকে। 


যদিও প্রজ্ঞাননন্দের লড়াইকে কুর্নিশ করছে দাবার দুনিয়া। ফাইনালে তিনি হারলেও, প্রবল চাপে রেখেছিলেন কিংবদন্তি কার্লসেনকে। বৃহস্পতিবার অবশ্য ব়্যাপিড পর্বে প্রথম রাউন্ডে হেরে যান প্রজ্ঞাননন্দ। দ্বিতীয় ব়্যাপিড গেমে জিততেই হতো তাঁকে। কিন্তু সেই গেম ড্র করেন প্রজ্ঞাননন্দ। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট উঠল কার্লসেনের মাথায়।


ফাইনালে হারলেও, প্রজ্ঞাননন্দের কৃতিত্বকে বাহবা দিয়েছে বিশ্ব দাবার নিয়ামক সংস্থা ফিডে (FIDE)। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফিডে-র তরফে লেখা হয়েছে, '২০২৩ দাবা বিশ্বকাপে রানার আপ হয়েছেন প্রজ্ঞাননন্দ। ভারতের ১৮ বছরের দাবাড়ুর দারুণ একটা টুর্নামেন্ট গেল। ওঁকে অভিনন্দন। ফাইনালে ওঠার পথে প্রজ্ঞাননন্দ হারিয়েছেন বিশ্বের দু'নম্বর হিকারু নাকামুরা ও বিশ্বের তিন নম্বর ফাবিয়ানো কারুয়ানাকে। রৌপ্য পদক জিতে উনি ফিডে ক্যান্ডিডেটসের যোগ্যতাও অর্জন করেছেন'।


 






টাইব্রেকারে প্রথম র‌্যাপিড রাউন্ডে শুরু থেকেই রক্ষণাত্মক খেলছিলেন দুই প্রতিযোগী। সময়ের নিরিখেও প্রায় সমানে সমানে যাচ্ছিলেন দু’জন। স্নায়ুর যুদ্ধ চলছিল। সেই সঙ্গে ঘড়ির দিকেও নজর দিতে হচ্ছিল তাঁদের। মাঝে একটি চাল দিতে গিয়ে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। সেখানে কিছুটা পিছিয়ে পড়েন তিনি। প্রজ্ঞার সময় কমতে থাকায় খেলায় ভুল করেন তিনি। তার সুযোগ নেন কার্লসেন। একটা সময় প্রজ্ঞার সময় ১০ সেকেন্ডের নীচে নেমে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার কোনও সুযোগ ছিল না ভারতীয় দাবাড়ুর। হার স্বীকার করে নেন তিনি। ২.৫-১.৫ পয়েন্টে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হলেন কার্লসেন।


আরও পড়ুন: কোহলি-গেলদের খেলে যাওয়া মাঠে নেশার আসর! কাঠগড়ায় ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial