কলকাতা: আইপিএল (IPL) খেলে সংবাদের শিরোনামে উঠে আসা তাঁদের। একজন তো ইতিমধ্যে জাতীয় দলের জার্সিতে অভিষেকও ঘটিয়ে ফেলেছেন। সেই চেতন সাকারিয়া (Chetan Sakariya) ও মুকেশ চৌধুরীর (Mukesh Chowdhury) সামনে এবার বড় সুযোগ। অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি টুর্নামেন্টে টি-টোয়েন্টি ম্যাক্সে খেলতে দেখা যাবে ভারতের দুই ফাস্ট বোলার চেতন সাকারিয়া এবং মুকেশ চৌধুরীকে।


আগামী মাসে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হতে চলা টি-টোয়েন্টি ম্যাক্স টুর্নামেন্টের উদ্বোধনী মরসুমে খেলবেন তাঁরা। সাকারিয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। আর মুকেশ চৌধুরী চেন্নাই সুপার কিংস দলের অন্যতম বোলিং অস্ত্র।


ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, এমআরএফ পেস ফাউন্ডেশন এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে একটি বিনিময় কর্মসূচির অংশ হিসেবে দুই খেলোয়াড় ব্রিসবেনে যাবেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমআরএফ পেস ফাউন্ডেশন এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে খেলোয়াড় এবং কোচিং বিনিময় প্রায় ২০ বছর ধরে চলছে। করোনা ভাইরাসের কারণে গত কয়েক বছরে তা বন্ধ থাকলেও আবার শুরু হচ্ছে। এই দুই ভারতীয় খেলোয়াড়কে দিয়েই নতুন করে আবার শুরু হবে এই কর্মসূচি।'


 




সাকারিয়া গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে অভিষেক ঘটিয়েছিলেন। গত আইপিএলে মুকেশ চৌধুরী ১৩ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে সাকারিয়া সানশাইন কোস্টের হয়ে খেলবেন। ২৬ বছর বয়সী মুকেশ চৌধুরী উইনাম-ম্যানলির প্রতিনিধিত্ব করবেন। ১৮ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাক্স টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনেও নিষিদ্ধ নোভাক জকোভিচ?