লন্ডন: কাউন্টি ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখলেন চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara)। একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েই চলেছেন ভারতীয় টেস্ট দলের এই তারকা ব্যাটার। মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচে ফের একবার শতরান হাঁকালেন পূজারা। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেছেন তিনি। শুধু তাইই নয় শাহিন আফ্রিদিকে আপার কাটে দুর্দান্ত ছক্কাও হাঁকান পূজারা। যেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 


মিডলসেক্সের বিরুদ্ধে ম্য়াচে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সাসেক্স অধিনায়ক। প্রথম ইনিংসে মাত্র ১৬ রান করেই ফিরে যান পূজারা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ১৪৯ বলে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেন পূজারা। নিজের ইনিংসে ১৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুটো দ্বিশতরান হাঁকিয়েছেন ইতিমধ্যেই। আরও একটি কি আসবে? উত্তর মিলতে পারে কিছুক্ষণ পরেই।


 






আজহারের সঙ্গে একই তালিকায় ঢুকে পড়েছিলেন


সাসেক্সের হয়ে এবারের কাউন্টি খেলছেন চেতেশ্বর পূজারা। এখনও পর্যন্ত চারটে ইনিংস খেলেছেন। আর সেই চার ইনিংসে ভারতীয় দলের টেস্ট স্পেশালিস্ট এই অভিজ্ঞ ব্য়াটারের সংগ্রহ যথাক্রমে ৬, ২০১ অপরাজিত ও ১০৯, ২০৩। ডারহামের বিরুদ্ধে ম্যাচে সাসেক্সের দ্বিতীয় ইনিংসে ২০৩ রানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই ২৮ বছরের পুরনো এক রেকর্ড স্পর্শ করেন পূজারা। মহম্মদ আজহারউদ্দিন একমাত্র ভারতীয় ছিলেন যিনি কাউন্টি ক্রিকেটে ২ বার দ্বিশতরান হাঁকিয়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখানে চেতেশ্বর পূজারাও। 


ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন। একের পর এক ব্যর্থতা। যার জেড়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে টেস্ট সিরিজেও দল থেকে বাদ পড়তে হয়েছিল। আইপিএলের (IPL) দুনিয়াতে তো ঠাঁইই পাননি তিনি। অবশেষে ভেবেছিলেন কাউন্টি ক্রিকেট খেলবেন। আর সেখানে নিজের পুরনো ছন্দ খুঁজে পেলেন চেতেশ্বর পূজারা। শুধু ফর্ম ফিরে পাওয়াই নয়। গড়লেন রেকর্ডও। মহম্মদ আজহারউদ্দিনের পর দ্বিতীয় ভারতীয় ব্য়াটার হিসেবে কাউন্টি ক্রিকেটে ২ দুবার দ্বিশতরান হাঁকানোর নজির গড়েছিলেন পূজারা।